ভারতের পরিচালিত সব ধরনের উড়োজাহাজ এমনকি সামরিক বিমানও পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না বলে গতকাল শুক্রবার জানিয়েছে ইসলামাবাদ। এই নিষেধাজ্ঞা আরও এক মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে।

পাকিস্তানের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভারতের বাণিজ্যিক উড়োজাহাজ, ভারতের নিবন্ধন করা উড়োজাহাজ এবং সামরিক বিমান পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে পারবে না।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জেরে ভারত সিন্ধু নদী পানি চুক্তি স্থগিত করে। এর প্রতিশোধ হিসেবে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।

পাকিস্তানের সিদ্ধান্তের পর ভারতও ৩০ এপ্রিল থেকে পাকিস্তানি উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। পাকিস্তান প্রথমে এক মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল, পরে ২৩ মে আবার এক মাস বৃদ্ধি করে। সর্বশেষ সময় বৃদ্ধি করায় মোট ২১০ দিন ধরে ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকছে।

৬ ও ৭ মে ভারত পাকিস্তানের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে পাকিস্তানও ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নাম দিয়ে ভারতে পাল্টা হামলা চালায়।

পাকিস্তান দাবি করেছে, তারা তিনটি রাফালসহ ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। টানা প্রায় ৮৭ ঘণ্টা সংঘর্ষ চলার পর গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

এর আগেও এমন আকাশসীমা বন্ধের ঘটনা ঘটেছে। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধ ও ২০১৯ সালের পালওয়ামা সংকটের সময়ও পাকিস্তান একই পদক্ষেপ নিয়েছিল। তখনো ভারতের উড়োজাহাজ খাতে বেশ প্রভাব পড়েছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য এক ম স

এছাড়াও পড়ুন:

হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে?

পাকিস্তানি মডেল-অভিনেত্রী হানিয়া আমির। পর্দায় অসাধারণ অভিনয়ের জন্য যেমন আলোচনায় থাকেন, তেমনি পর্দার বাইরে তার ব্যক্তিগত জীবন ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণেও আলোচিত হয়ে থাকেন। পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার ভক্ত রয়েছে।

ব্যক্তিগত জীবনে পাকিস্তানি গায়ক অসীম আজহারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া আমির। বেশ আগে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তারা। ফের অসীম আজহারের সঙ্গে নাম জড়ালেন হানিয়া। গুঞ্জন উড়ছে, হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে। 

আরো পড়ুন:

বিয়ে, সন্তান—সবকিছুই নিয়তির ব্যাপার: সাবা

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সিজেসিএসসির সৌজন্য সাক্ষাৎ

সম্প্রতি একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে হানিয়া আমির ও অসীম আজহারকে। সেই মুহূর্তের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মূলত, এসব ভিডিও হানিয়া-অসীমের প্রেমের গুঞ্জন উসকে দিয়েছে। আসীম তার ২৯তম জন্মদিনের আগে ঝাপসা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, যেখানে হানিয়ার উপস্থিতি রয়েছে বলে অনেকে মনে করেছেন। এটিকে তাদের সম্পর্কের ‘সফট লঞ্চ’ বলে মন্তব্য নেটিজেনদের।

 

গায়ক অসীমের ২৯তম জন্মদিনের ব্যক্তিগত উদযাপনের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হানিয়া ও আসীমকে একই স্থানে দেখা গেছে, যদিও তারা একসঙ্গে ছবি তোলেননি। অন্য একটি ছবিতে দেখা গেছে, তারা একসঙ্গে বসে খাবার খাচ্ছেন বলে মনে হচ্ছে।

কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছে, হানিয়া-অসীম আবারো সম্পর্কে জড়িয়েছেন। তবে হানিয়া বা আসীম—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তারা সম্পর্কে ছিলেন, এরপর বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে বলেন, “আমরা শুধু ভালো বন্ধু।”

 

হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন অসীম। কিন্তু চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ বাগদানের ৩ বছর পর এ সম্পর্কের ইতি টানেন তারা। তবে গত আগস্টে গায়ক অসীমের কনসার্টে উপস্থিত হয়েছিলেন হানিয়া আমির। সবকিছু মিলিয়ে নেটেজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ