বন্দরে পাওনাদরকে হুমকি, থানায় অভিযোগ
Published: 25th, September 2025 GMT
বন্দরে পাওনা টাকা না পেয়ে উল্টা হুমকির মুখে পড়েছেন এক ইট-বালুর ব্যবসায়ী। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও জামায়াত নেতা আনোয়ার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দেনাদার মাজহারুল ইসলাম দর্পনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় বন্দর বাসস্ট্যান্ডে এ ওই হুমকির ঘটনা ঘটে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী মাজহারুল ইসলাম দর্পন বিল্ডিং নির্মাণ কাজের জন্য আনোয়ার হোসেনের কাছ থেকে ইট-বালু নেন। এ বাবদ আনোয়ার হোসেনের ৯০ হাজার টাকা পাওনা থাকলেও দর্পন টাকা পরিশোধ না করে তালবাহানা করে। বরং টাকা চাইতে গেলে তিনি বাদীকে হুমকি-ধমকি দেন।
শুধু আনোয়ার হোসেন নন, দর্পনের কাছে ওস্তাগার শহিদ, কুতুব এবং টিন ব্যবসায়ী দেলোয়ার হোসেনেরও আনুমানিক ৫০ হাজার টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ্য করা হয় , দর্পন একজন খারাপ চরিত্রের লোক, জুয়ায় আসক্ত এবং মহিলাদের বৈধ ভিসায় বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেন। স্থানীয়ভাবে একাধিকবার বিচার-শালিস হলেও তিনি স্বভাব-চরিত্র পরিবর্তন করেননি।
এ ঘটনায় ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, “আমার পাওনা টাকা চাইতে গেলে উল্টো আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আইন ছাড়া আর কোনো উপায় নেই।”
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগটি তদন্ত করা হবে এবং প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হ মক ন র য়ণগঞ জ ব যবস য়
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি