নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ রাখতে কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “কোনো দলের পক্ষে কাজ করা যাবে না, আইন ছাড়া কোনো নির্দেশনা মানা যাবে না।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

প্রবাসী ভোটারদের আস্থা ফিরিয়ে আনা হবে: সিইসি 

প্রবাসীদের ভোটের অ্যাপ উদ্বোধন নভেম্বরে

সিইসি বলেন, “আমি পরিবারের প্রধানের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করছি। আমাদের ওপর আস্থা রেখেই প্রধান উপদেষ্টা বারবার বলছেন ঐতিহাসিক নির্বাচন হবে। তাই অনুরাগ-বিরাগের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।”

তিনি আরো বলেন, “আমি পজিটিভ মানুষ। অর্ধেক খালি গ্লাসকেও অর্ধেক ভরা দেখি। আমরা বেআইনি কোনো নির্দেশ দেব না, কাউকে পক্ষপাতদুষ্টভাবে কাজ করতে বলব না।”

শপথ করিয়ে নিলেন কর্মকর্তাদের
নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, “আপনারা কারো পক্ষে কাজ করবেন না। কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবেন না। আজকের শপথই আমাদের দায়িত্ব পালনের প্রেরণা।”

এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের হাত তুলে শপথ করান।

ভোটাধিকার নিশ্চিতের ঘোষণা
সিইসি বলেন,“এবারের নির্বাচন বিশেষ পরিস্থিতিতে হচ্ছে। তাই আমাদেরও বিশেষভাবে কাজ করতে হবে। আমরা ভাবছি বিদেশে থাকা নাগরিকদের, কারাবন্দিদের এবং সরকারি কর্মকর্তাদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে। এটা আমাদের নতুন উদ্যোগের অংশ।”

তিনি বলেন, “অনেকগুলো কাজ একসঙ্গে হাতে নিয়েছি। এগুলোর প্রতিটিই গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং।”

কর্মকর্তাদের দাবি ও প্রস্তাবনা
সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, “এআই নির্ভর অপপ্রচারের বিরুদ্ধে স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতা জরুরি।”

তিনি আরো বলেন, “নির্বাচন কর্মকর্তাদের মর্যাদা উন্নীত করতে হবে। অন্য দপ্তরের সঙ্গে সামঞ্জস্য রাখতে উপজেলা নির্বাচন কর্মকর্তার পদমর্যাদাও বাড়াতে হবে।”

উপজেলা নির্বাচন কর্মকর্তা অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমান বলেন, “কমিশন মেরুদণ্ড সোজা করে দাঁড়ালে মাঠ প্রশাসনও দৃঢ়ভাবে কাজ করবে। আমরা আর আগের মতো নির্বাচন চাই না।”

সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা।

ঢাকা/আসাদ/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইস ইস কর মকর ত দ র ন কর মকর ত আম দ র ক জ কর

এছাড়াও পড়ুন:

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ