কোনো দলের পক্ষে কাজ করা যাবে না: সিইসি
Published: 27th, September 2025 GMT
নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ রাখতে কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “কোনো দলের পক্ষে কাজ করা যাবে না, আইন ছাড়া কোনো নির্দেশনা মানা যাবে না।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন:
প্রবাসী ভোটারদের আস্থা ফিরিয়ে আনা হবে: সিইসি
প্রবাসীদের ভোটের অ্যাপ উদ্বোধন নভেম্বরে
সিইসি বলেন, “আমি পরিবারের প্রধানের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করছি। আমাদের ওপর আস্থা রেখেই প্রধান উপদেষ্টা বারবার বলছেন ঐতিহাসিক নির্বাচন হবে। তাই অনুরাগ-বিরাগের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।”
তিনি আরো বলেন, “আমি পজিটিভ মানুষ। অর্ধেক খালি গ্লাসকেও অর্ধেক ভরা দেখি। আমরা বেআইনি কোনো নির্দেশ দেব না, কাউকে পক্ষপাতদুষ্টভাবে কাজ করতে বলব না।”
শপথ করিয়ে নিলেন কর্মকর্তাদের
নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, “আপনারা কারো পক্ষে কাজ করবেন না। কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবেন না। আজকের শপথই আমাদের দায়িত্ব পালনের প্রেরণা।”
এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের হাত তুলে শপথ করান।
ভোটাধিকার নিশ্চিতের ঘোষণা
সিইসি বলেন,“এবারের নির্বাচন বিশেষ পরিস্থিতিতে হচ্ছে। তাই আমাদেরও বিশেষভাবে কাজ করতে হবে। আমরা ভাবছি বিদেশে থাকা নাগরিকদের, কারাবন্দিদের এবং সরকারি কর্মকর্তাদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে। এটা আমাদের নতুন উদ্যোগের অংশ।”
তিনি বলেন, “অনেকগুলো কাজ একসঙ্গে হাতে নিয়েছি। এগুলোর প্রতিটিই গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং।”
কর্মকর্তাদের দাবি ও প্রস্তাবনা
সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, “এআই নির্ভর অপপ্রচারের বিরুদ্ধে স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতা জরুরি।”
তিনি আরো বলেন, “নির্বাচন কর্মকর্তাদের মর্যাদা উন্নীত করতে হবে। অন্য দপ্তরের সঙ্গে সামঞ্জস্য রাখতে উপজেলা নির্বাচন কর্মকর্তার পদমর্যাদাও বাড়াতে হবে।”
উপজেলা নির্বাচন কর্মকর্তা অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমান বলেন, “কমিশন মেরুদণ্ড সোজা করে দাঁড়ালে মাঠ প্রশাসনও দৃঢ়ভাবে কাজ করবে। আমরা আর আগের মতো নির্বাচন চাই না।”
সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা।
ঢাকা/আসাদ/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইস ইস কর মকর ত দ র ন কর মকর ত আম দ র ক জ কর
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো