গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করার চেষ্টা করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান হয়েছে।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

‘সঠিক বিচারিক প্রক্রিয়ায় হাসিনাকে ফাঁসিতে ঝুলানো নিশ্চিত করা হবে’

‘হাসিনার শাসন জঘন্যতম অধ্যায় হয়ে থাকবে’

গ্রেপ্তাররা হলেন, কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে হাসান মোল্যা (৩২), রাইতকান্দি পূর্বপাড়া গ্রামের আজাদুল আলম মোল্যার ছেলে ইব্রাহিম মিয়া (২৩), ভাট্রইধোপা মধ্যপাড়া গ্রামের ঠান্ডু শেখের ছেলে সাফায়েতুল ইসলাম ওরফে আরমান (২৩) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাক্ষণঝাটি গ্রামের সিরাজ মৃধার ছেলে সাগর মৃধা (২৫)।

ওসি কামাল হোসেন জানান, আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভাট্রইধোপা গ্রামে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করে। খুচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের আদালতে পাঠানোর সময় আত্মীয়-স্বজনেরা কাশিয়ানী থানা চত্বরে হট্টগোল করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরো বলেন, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্থ করতে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনমনে ভীতির সঞ্চার করেছিল। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। ওই মামলায় তাদের গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

আজ ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৯তম জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে তার জন্ম হয়।

ঢাকা/বাদল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ গ প লগঞ জ ত কর ম র জন ম উপজ ল

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ