সিলেটে মার্সেলের ব্যাবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Published: 29th, September 2025 GMT
দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের উদ্যোগে সিলেটে দিনব্যাপী ব্যাবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি নগরীর দরগাহ গেইট এলাকায় একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগের ডিস্ট্রিবিউটরদের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মার্সেলের শতাধিক বিজনেস পার্টনার অংশ নেন।
আরো পড়ুন:
প্রিমিয়াম মডেলের নতুন সাইড-বাই-সাইড ফ্রিজ উদ্বোধন করল মার্সেল
মার্সেল ফ্রিজ কিনে ১ লাখ টাকা করে ক্যাশ ভাউচার পেলেন দুই ক্রেতা
সম্মেলনে মার্সেল ব্র্যান্ডের প্রতি সিংহভাগ ক্রেতার আস্থা বজায় রাখা, পণ্য বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা প্রদান, বাজার গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সময়োপযোগী বিপণন কৌশল প্রণয়ন ইত্যাদি বিষয়ে ডিস্ট্রিবিউটরদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা ও পরামর্শ দেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ডিস্ট্রিবিউটররা ব্যবসা পরিচালনায় তাদের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো মার্সেল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। পাশাপাশি ব্যাবসায়িক নানা দিক নিয়ে আলোচনা করেন এবং মার্সেল পণ্য সম্পর্কে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ডিস্ট্রিবিউটরদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিজনেস কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “বর্তমানে ডলারের দাম অত্যধিক হারে বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য বহু চ্যালেঞ্জ সামাল দিচ্ছে দেশের ইলেকট্রনিক্স শিল্প। এসব সামলে ঘুরে দাঁড়িয়েছি আমরা। সামনে অবারিত সুযোগ আসছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। সেজন্য ডিস্ট্রিবিউটরদের ব্যবসা পরিচালনার পাশাপাশি প্রযুক্তির সঙ্গে নিজেকে আপডেট রাখতে হবে।”
মার্সেলের মতবিনিময় সভার একাংশ।
মার্সেলের হেড অব বিজনেস মো.
মার্সেল (নর্থ) এর হেড অব সেলস মো. কুদরত-ই খুদা (সফওয়ান) এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেল এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক এবং টিভির সিবিও এম এম সৌরভ আক্তার প্রমুখ।
ঢাকা/মাহফুজ/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব জন স অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ