আফগানিস্তানে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ
Published: 30th, September 2025 GMT
আফগানিস্তানে দেশব্যাপী ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির বাসিন্দা এবং টেলিযোগাযোগ পর্যবেক্ষণ সংস্থাগুলো আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
তালেবান সরকার দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কোনো ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে দেয়নি। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।
আরো পড়ুন:
আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির সঙ্গে মামুনুলদের বৈঠক, সর্ম্পকোন্নয়নে আলোচনা
আফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দিলে ‘খারাপ কিছু’ ঘটবে: ট্রাম্প
সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি মাসের শুরুতে তালেবান সরকার অনলাইনে পর্নোগ্রাফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট প্রবেশাধিকার সীমিত করতে শুরু করে। এর কারণ হিসেবে কর্মকর্তারা নৈতিকতার উদ্বেগের কথা উল্লেখ করেন।
আন্তর্জাতিক ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইন্টারনেট পরিষেবা পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হয়েছে।
নেটব্লকস তাদের ওয়েবসাইটে বলেছে, “তালেবান সরকার নৈতিকতা ব্যবস্থা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ায় আফগানিস্তান এখন সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে।”
২০২১ সালে তালেবান পুনরায় আফিগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে তারা ইসলামী আইন অনুযায়ী বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে চলেছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন আফগ ন স ত ন
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।