যে শর্তে সূর্যকুমারদের ট্রফি ফিরিয়ে দেবেন নাকভি
Published: 30th, September 2025 GMT
এশিয়া কাপের ফাইনাল শেষ হয়েছে গত রোববার রাতে। তবে মাঠের লড়াই থেমে গেলেও ভারত–পাকিস্তানের দ্বন্দ্ব থামেনি।
দুবাইয়ে ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। কিন্তু আসল নাটক শুরু হয় পুরস্কার বিতরণী মঞ্চে। নিয়ম অনুযায়ী এসিসির চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকেই ট্রফি নেওয়ার কথা ছিল ভারতের। কিন্তু সূর্যকুমার যাদবের দল তাঁর কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি। ফলে নাকভিও সোজা জানিয়ে দেন, সভাপতি হিসেবে তিনিই ট্রফি দেবেন, না হলে ট্রফি দেওয়া হবে না।
পরিস্থিতি এমন দাঁড়ায়, ব্যক্তিগত পুরস্কার বিতরণের পর নাকভিসহ অতিথিরা মঞ্চ ছেড়ে চলে যান। ট্রফিটি তখন পড়ে ছিল একপাশে। পরে একজন সেটি হাতে নিয়ে ভেতরে চলে যান।
এরপর বিসিসিআই অভিযোগ তোলে, তাদের জেতা ট্রফি আর খেলোয়াড়দের পদক নাকভি হোটেলে নিয়ে গেছেন। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন, ট্রফি ও পদক যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে হবে। এখন বড় প্রশ্ন—ভারত আসলে কবে, কীভাবে পাবে নিজেদের প্রাপ্য ট্রফি আর পদক?
আরও পড়ুনসূর্যকুমার বললেন ‘ওরা ট্রফি নিয়ে পালিয়ে গেছে’৫ ঘণ্টা আগেএই প্রশ্নের কোনো আনুষ্ঠানিক উত্তর এখনো পাওয়া যায়নি। তবে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রফি ও পদক ফিরিয়ে দেওয়ার জন্য নাকভি একটি শর্ত দিয়েছেন। তিনি বলেছেন, একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে, যেখানে তিনি অতিথি হিসেবে ভারতের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেবেন। এই শর্ত মানলেই সূর্যকুমাররা ট্রফি পাবেন। তবে ক্রিকবাজের মতে, এমন আয়োজন আলোর মুখ দেখার সম্ভাবনা খুবই কম।
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। কিন্তু এবারের এশিয়া কাপের ফাইনালে মাঠের লড়াই ছাপিয়ে বিতর্কই যেন বেশি আলোচনায় এল। দুবাইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যা ঘটল, তা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়!
ট্রফি ছাড়াই উদ্যাপন করেছে ভারত.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো