অভিনয়, উপস্থাপনা আর নির্মাণ—সব ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় তৈরি করেন আনিসুর রহমান দীপু। এখন কর্মসূত্রে থাকেন নিউ ইয়র্কে। কিন্তু থেমে নেই সাংস্কৃতিক যাত্রা। সেখান থেকেও নাটক, মিউজিক ভিডিও নির্মাণ আর নিয়মিত উপস্থাপনা করছেন।
সম্প্রতি রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত হয়ে সেই অভিজ্ঞতাকেই পর্দায় আনছেন দীপু। নতুন এই অনুষ্ঠানের নাম ‘স্বপ্ন বাড়ি’। এর পরিকল্পনা, রচনা ও উপস্থাপনা—সবই করছেন দীপু।
আরো পড়ুন:
আগুনে পুড়ে মারা গেছে শিশুশিল্পী ও তার ভাই
‘প্রাক্তনকে নিয়ে বলতে গিয়ে আমার চোখে জল নেই, বুকও ব্যথা করছে না’
টেলিভিশনে দীপুর যাত্রা শুরু হয় ইমদাদুল হক মিলন রচিত জনপ্রিয় ধারাবাহিক ‘যুবরাজ’ দিয়ে। মজার ব্যাপার, নিউ ইয়র্কে পাড়ি জমানোর আগে তার অভিনীত শেষ নাটকটিও মিলনের গল্পে ‘কোন গ্রামের মেয়ে’। সেই নাটকে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। শুধু তাই নয়, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তেও নিয়মিত মুখ ছিলেন। দেশে থাকাকালীন অসংখ্য নাটক ও অনুষ্ঠানে তাকে দেখা গেছে।
‘স্বপ্ন বাড়ি’ প্রসঙ্গে দীপু বলেন, “এটা শুধু প্রচলিত রিয়েল এস্টেট অনুষ্ঠান হবে না। এখানে আলোচনা থাকবে, তবে সঙ্গে আরো নানা দিকও তুলে ধরা হবে। যাতে দর্শকরা সহজভাবে বিষয়গুলো বুঝতে পারেন।”
দীর্ঘ অভিনয় ও উপস্থাপনার অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। দীপুর ভাষায়—“আরটিভির সিইও আশিকুর রহমান এবং প্রযোজক মনোয়ার পাঠান ভাই সবসময় উৎসাহ দিয়েছেন। তাদের অনুপ্রেরণাতেই এই অনুষ্ঠান নিয়ে এগোচ্ছি।”
খুব শিগগির আরটিভির দর্শকদের সামনে হাজির হবে দীপুর নতুন আয়োজন ‘স্বপ্ন বাড়ি’।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ