যুদ্ধ শেষ হওয়ার ১ বছরের মধ্যে গাজায় নির্বাচন করতে চান আব্বাস
Published: 30th, September 2025 GMT
হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার এক বছরের মধ্যে গাজায় নির্বাচন করতে চেয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা গাজার জন্য একটি নতুন শান্তি পরিকল্পনায় একমত হয়েছেন। এই পরিকল্পনা অনুযায়ী, গাজার শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। এছাড়া হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে।
বিবৃতিতে মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজায় যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আন্তরিক ও দৃঢ় প্রচেষ্টাকে স্বাগত জানায়। গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা সরবরাহ এবং জিম্মি ও বন্দিদের মুক্তি’ নিশ্চিত করে এমন একটি ‘ব্যাপক চুক্তি’র মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে ‘মার্কিন যুক্তরাষ্ট্র, আঞ্চলিক রাষ্ট্র এবং অংশীদারদের সাথে কাজ করার’ প্রতিশ্রুতি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধ শেষ হওয়ার এক বছরের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠান এবং একটি নতুন নিরাপত্তা বাহিনী গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আব্বাস বলেছেন, “আমরা বহুত্ববাদ এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটি আধুনিক, গণতান্ত্রিক এবং অ-সামরিক ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য আমাদের আকাঙ্ক্ষা নিশ্চিত করছি।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ