আফগানিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা পুনরায় চালু
Published: 1st, October 2025 GMT
আফগানিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা পুনরায় চালু হতে যাচ্ছে। বুধবার স্থানীয় বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, প্রদেশগুলোতে যোগাযোগ পুনরায় শুরু হচ্ছে। অন্যদিকে ইন্টারনেট মনিটর নেটব্লকস জানিয়েছে যে লাইভ নেটওয়ার্ক ডেটা সংযোগের ‘আংশিক পুনরুদ্ধার’ দেখাচ্ছে।
আফগানিস্তানে সোমবার দেশব্যাপী ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তালেবান সরকার দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কোনো ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে দেয়নি। তবে গত মাসের শুরুতে তালেবান সরকার অনলাইনে পর্নোগ্রাফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট প্রবেশাধিকার সীমিত করতে শুরু করে। এর কারণ হিসেবে কর্মকর্তারা নৈতিকতার উদ্বেগের কথা উল্লেখ করেন।
৪৮ ঘন্টার ইন্টারনেট ব্ল্যাকআউট দেশটির ব্যবসা এবং বিমান চলাচল ব্যাহত করেছে, জরুরি পরিষেবাগুলোর প্রাপ্যতা সীমিত করেছে।
সোমবার ইন্টারনেট বন্ধের পর জাতিসংঘ জানিয়েছিল, এটি আফগানিস্তানকে বহির্বিশ্ব থেকে প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। এটি ‘আফগান জনগণের উপর উল্লেখযোগ্য ক্ষতির ঝুঁকি নিয়েছে, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতার হুমকি এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলোর মধ্যে একটিকে আরও খারাপ করে তোলা।’
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন পর ষ ব
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি