শারদীয় দুর্গোৎসবের  মহা নবমীতে শহর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। 

বুধবার ( ১ অক্টোবর) সন্ধ্যায় থেকে রাত পর্যন্ত শহরের নগর খানপুর সিদ্ধিগোপাল আখড়া পূজা মন্ডপ, গোদনাইল হাজারীবাগ শ্রী দূর্গা মন্দির পূজা মন্ডপ, নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দূর্গা মন্দির পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন মনিরুল ইসলাম সজলের নেতৃবৃন্দতে যুবদলের নেতাকর্মীরা। 

পরিদর্শনকালে মনিরুল ইসলাম সজল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে   প্রতিটি মণ্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদ্যাপনের সার্বিক খোঁজখবর নেন।

এসময়ে মনিরুল ইসলাম সজল বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। এদেশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ ভাবে বসবাস করি। দেশটা আমাদের, আমরা সবাই সমান। এখানে যার যার ধর্ম সে সে পালন করবে এতে কেউ কোন বাধা বিভক্তি করতে পারবে না। 

তিনি আরও বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। সুতরাং আমরা সবাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে এদেশে বসবাস করতে চাই। আপনারা শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে আপনাদের শারদীয় দূর্গা উৎসব পালন করবেন। মহানগর যুবদলের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে এবং থাকবে। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, যুবদল নেতা রহমত উল্লাহ, নাসের হক ইমন, আঃ রহমান, সজিব আহমেদ, রানা মিয়াসহ যুবদলের নেতৃবৃন্দ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ