সাংবাদিকদের উদ্দেশে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, “সাংবাদিকদের কোনো দল নেই, আল্লাহর ওয়াস্তে আপনারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন। সাংবাদিকরা চাইলেই সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত হবে।”

বুধবার (১ অক্টোবর) কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ৬ অক্টোবর

তদন্ত ছাড়াই সাংবাদিককে মামলায় জড়ালো পুলিশ

তিনি বলেন, “সাংবাদিকদের আইন জানতে হবে এবং সেই আইন প্রয়োগ করতে হবে। আমরা সাংবাদিকদের জন্য একটি জাতীয় ডাটাবেজ তৈরির কাজ শুরু করেছি। এটা একটি বড় চ্যালেঞ্জ, তারপরও আমি চেষ্টা করছি, এই ডাটাবেজ তৈরি করার। সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি।”

এ সময় উপস্থিত ছিলেন- কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন সাদীক, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ রিজিওনের পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম প্রমুখ।

সভায় কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব সদস্য এবং কুয়াকাটার স্থানীয় একাধিক সংবাদকর্মীরা অংশ নেন।

ঢাকা/ইমরান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ