এশিয়া কাপে ব্যর্থ, এবার শারজাতে কি ঘুরে দাঁড়াবে বাংলাদেশ
Published: 2nd, October 2025 GMT
এশিয়া কাপ ব্যর্থতার দুঃখ ভোলার জন্য সপ্তাহখানেক সময়ও পাচ্ছে না বাংলাদেশ দল। শারজাতে আজ আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ দিয়ে আবার মাঠে নেমে পড়তে হচ্ছে তাদের। দুই দলই এশিয়া কাপে ব্যর্থ। আফগানিস্তান থেমে গিয়েছিল গ্রুপ পর্বেই। বাংলাদেশও সুপার ফোরে উঠে ফাইনালের সুযোগ কাজে লাগাতে পারেনি। তাই সিরিজ শুরুর আগেও ঘুরেফিরে এসেছে সেই ব্যর্থতার কথাই।
আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বলছেন, ভুল শুধরে তাঁদের চোখ এখন আগামী ফেব্রুয়ারির টি–টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের অবস্থা আরও কঠিন। লিটন দাস পাঁজরের চোটে ছিটকে যাওয়ায় এশিয়া কাপের শেষ দুই ম্যাচের মতো এই সিরিজেও দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী।
লিটনের মতো জাকেরও গতকাল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চেয়েছেন এশিয়া কাপ ব্যর্থতার জন্য, ‘ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু বলার নেই। আমরা অনেক আশা দেখিয়েছি, এশিয়া কাপে ভালো করতে পারিনি। তাঁদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর চেয়ে বেশি কিছু বলার নেই।’
শারজায় সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ