ভারত করল ৩ সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজ নিল ৩ উইকেট
Published: 3rd, October 2025 GMT
সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি—২০২৫ সালে আরও একবার ইনিংসে তিন সেঞ্চুরির দেখা পেল ভারত। আজ আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে ভারতের হয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। স্বাগতিকদের তিন সেঞ্চুরির বিপরীতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ পুরো দিনে নিতে পেরেছে মাত্র ৩ উইকেট।
ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের বিপরীতমুখী দিন শেষে ম্যাচে এগিয়ে ভারত। স্বাগতিকেরা দ্বিতীয় দিন শেষ করেছে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৪৮ রান নিয়ে। প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১৬২ রানে। আগামীকাল ভারত তৃতীয় দিন শুরু করবে ২৮৬ রানে এগিয়ে থেকে।
আগের দিনের ২ উইকেটে ১২১ রানের সঙ্গে ভারত আজ যোগ করেছে ৩২৭ রান। ৫৩ রান নিয়ে নামা রাহুল সেঞ্চুরি পূর্ণ করেন লাঞ্চের আগেই। ১৯০ বলে তিন অঙ্ক ছোঁয়া ইনিংসটি রাহুলের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি, ঘরের মাঠে মাত্র দ্বিতীয়।
ঘরের মাঠে তাঁর আগের সেঞ্চুরিটি ২০১৬ সালের ডিসেম্বরে চিপকে, ইংল্যান্ডের বিপক্ষে। জাদেজা ছাড়া ভারতের এই দলের আর কেউই তখনো টেস্ট দলে পা রাখেননি।
ভারতের মাটিতে রাহুলের ৯ বছর বিরতির পরের সেঞ্চুরিটি অবশ্য লম্বা হয়নি। লাঞ্চ বিরতির পর চতুর্থ বলেই জোমেল ওয়ারিক্যানের বলে ওই ১০০ রানেই জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন। এর আগে ৫০ রান করে রোস্টন চেজের বলে গ্রিভসের হাতে ক্যাচ দেন শুবমান গিলও।
২১৮ রানে চতুর্থ উইকেট হারানো ভারতকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দেন জুরেল–জাদেজার জুটি। পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করেন ২০৬ রান। জুরেল প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে আউট হন ১২৫ রানে। খারি পিয়েরের বলে শাই হোপের ক্যাচে ফেরার আগে মারেন ৩টি ছক্কা ও ১৫টি চার।
দিনের বাকি অংশ ওয়াশিংটন সুন্দরকে নিয়ে পার করে দেন জাদেজা, তুলে নেন ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিও। জাদেজা ১০৪ আর সুন্দর ৯ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর:ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৪.
ভারত ১ম ইনিংস: ১২৮ ওভারে ৪৪৮/৫ (জুরেল ১২৫, জাদেজা ১০৪*, রাহুল ১০০, গিল ৫০; চেজ ২/৯০, সিলস ১/৫৩)।
* ভারত ২৮৬ রানে এগিয়ে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
ফের বিজ্ঞাপনচিত্রে শাকিব খান
দেশের শীর্ষ নায়ক শাকিব খান চলচ্চিত্রে দাপিয়ে বেড়ানোর পাশাপাশি নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনচিত্রে। তারই ধারাবাহিকতায় নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিলেন।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। টানা তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করলেন শাকিব খান ও রাজীব। দুজনের কাজের বোঝাপড়া ও পেশাদারিত্ব দীর্ঘদিনের, ফলে তাদের জুটি বরাবরই ‘বাণিজ্যিকভাবে সফল’ বলে সুনাম রয়েছে।
আরো পড়ুন:
শাকিবের নায়িকা পাকিস্তানের হানিয়া
শিল্পীদের হাসির পাত্রে পরিণত করেছে: শাকিল খান
২০১৯ সালে আদনান আল রাজীব শাকিব খানকে নিয়ে পরপর দুটি মোবাইল ফোনের বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন—যা প্রচারের পর ব্যাপক সাড়া ফেলেছিল। শাকিবকে নিয়ে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে রাজীব বলেছিলেন, “শাকিব খানের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তিনি ইতিবাচক কিছু করতে চান। তার মধ্যে দারুণ উদ্যম আছে। আমরাও চেষ্টা করি নতুন কিছু করার।”
এদিকে, শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’-এর দৃশ্যধারণও শুরু হয়েছে। সাকিব ফাহাদের পরিচালনায় এই সিনেমায় শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বিভিন্ন সূত্র জানিয়েছে, সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে তানজিন তিশাকে দেখা যেতে পারে। এছাড়া সিনেমাটিতে আরো থাকবেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত