হ্যাকড হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগ।

আরো পড়ুন:

অর্থ মন্ত্রণালয়ের নথি চুরি করেছে চীনা হ্যাকার: যুক্তরাষ্ট্র

ব্যাংক হিসাব হ্যাকড করে টাকা স্থানান্তর, যুবকের ১০ বছর কারাদণ্ড

ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভোরে পেজটি হ্যাক হয় এবং দিনভর ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পর নিয়ন্ত্রণ ফেরত পাওয়া যায়। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

হ্যাকড হওয়ার পর হ্যাকার গ্রুপ ‘এমএস ৪৭০ এক্স’ পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত করে। তারা একটি পোস্টে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবি তোলে, যদিও কিছু সময় পর পোস্টটি মুছে ফেলা হয়।

সম্প্রতি ইসলামী ব্যাংকে ব্যাপক ছাঁটাই কার্যক্রম চলছে। চার শতাধিক কর্মকর্তা বরখাস্ত হয়েছেন এবং প্রায় ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এই পরিস্থিতিতে পেজ হ্যাকড হওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম

এছাড়াও পড়ুন:

রাঁধুনি চাই, জিম চাই! বলিউড তারকাদের ধুয়ে দিলেন ইশা

বলিউডে তারকাদের আকাশছোঁয়া চাহিদার কারণে হিন্দি সিনেমার নির্মাণ ব্যয় বেড়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ, প্রযোজক করণ জোহর থেকে বনি কাপুরেরা। এবার মুখ খুললেন ইশা কোপিকার। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করা এই অভিনেত্রী জানালেন, বড় তারকাদের সঙ্গে কাজ করার সময় প্রযোজকেরা প্রায়শই বিশাল খরচের সম্মুখীন হন। কারণ, সিনেমার বাজেটের বড় অংশই চলে তারকার নানা চাহিদা ও অতিরিক্ত সুবিধা মেটাতে।

সাইরাস ব্রোচার পডকাস্টে ইশা বলেন, ‘যদি কোনো অভিনেতা শুটিংয়ে আলাদা রাঁধুনি বা জিম চান, তাহলে প্রযোজকদের উপায় থাকে না। কিন্তু সমস্যাটি সিস্টেমের মধ্যে। কোনো সুপারস্টার ভালো গল্প ও কনটেন্ট ছাড়া হিট সিনেমা বানাতে পারে না। প্রযোজকেরা যখন বড় তারকার সঙ্গে চুক্তি করেন, তাঁরা জানেন—তারকা থাকলে প্রোজেক্টের লগ্নি ফেরত পাওয়া সহজ হয়। তাই তাঁরা অনেক সময় অন্যায় আবদার মেনে নেন। এভাবেই এই জটিল চক্র তৈরি হয়েছে।’

ইশা কোপিকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ