হামাসকে গাজার জন্য মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণ করার জন্য রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে এই পরিকল্পনা হামাস গ্রহণ না করলে তাদেরকে ‘নরকের মুখোমুখি’ হতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্প শুক্রবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন, রবিবার ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টার মধ্যে হামাসকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে।

তিনি লিখেছেন, “যদি এই শেষ সুযোগের চুক্তিতে পৌঁছানো না হয়, তাহলে হামাসের ওপর পুরো নরক ফেটে পড়বে, যা আগে কখনও দেখেনি। মধ্যপ্রাচ্যে শান্তি আসবেই, এক না একভাবে।”

ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় গাজায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটানো এবং বিধ্বস্ত অঞ্চলটি পরিচালনার জন্য অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক প্রশাসন দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। এছাড়া হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে বলেও শর্ত দেওয়া হয়েছে।

আরব ও তুর্কি মধ্যস্থতাকারীরা প্রস্তাবটির ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য হামাসের উপর চাপ দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে হামাসের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠীটি সম্ভবত ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করবে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

অবিশ্বাস্য নাটকীয়তার ফাইনালে সুপার ওভারে হারলো বাংলাদেশ ‘এ’, পাকিস্তান শাহীনস চ‌্যাম্পিয়ন

উত্তেজনা, নাটকীয়তা, রোমাঞ্চ, নখ কামড়ানো একেকটি মুহুর্ত, একেকটি বল। হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। পেণ্ডুলামের মতো ঝুলতে থাকা ফাইনাল ম‌্যাচে কখনো পাকিস্তান শাহীনসের মুখে হাসি। আবার কখনো হাসে বাংলাদেশ ‘এ’। সব সীমা অতিক্রম করে, চরম নাটকীয়তা শেষে ইতিহাসের পাতায় পাকিস্তান শাহীনস।

দোহায় এশিয়া কাপ রাইর্জিং স্টারসের ফাইনাল ম‌্যাচ। নির্ধারিত ২০ ওভারের ম‌্যাচে কেউ কাউকে হারাতে পারে না। ম‌্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পাকিস্তান শাহীনস কাছে ম‌্যাচ হেরে শিরোপা হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। 

মূল ম‌্যাচে পাকিস্তান শাহীনস আগে ব‌্যাটিং করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ৯৬ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। ম‌্যাচ পাকিস্তান শাহীনসের নিয়ন্ত্রণে। কিন্তু দশম উইকেটে সাকলায়েন আহমেদ ও রিপন মণ্ডল সব এলোমেলো করে দেন। রুদ্ধশ্বাস ব‌্যাটিংয়ে ২৯ রানের জুটি গড়ে ম‌্যাচ নিয়ে যান সুপার ওভারে। 

কিন্তু সুপার ওভারে প্রথমে সাকলায়েন ও পরে জিসান আলম আউট হলে বাংলাদেশ ৩ বলেই গুটিয়ে যায়। স্কোরবোর্ডে রান মাত্র ৬। পাকিস্তান সাদ মাসুদের বাউন্ডারিতে ২ বল আগেই জিতে নেয় সুপার ওভার। তাতে তৃতীয়বারের মতো নিশ্চিত করে প্রতিযোগিতার শিরোপা। 

বিস্তারিত আসছে …

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ