হামাসকে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিলেন ট্রাম্প
Published: 3rd, October 2025 GMT
হামাসকে গাজার জন্য মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণ করার জন্য রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে এই পরিকল্পনা হামাস গ্রহণ না করলে তাদেরকে ‘নরকের মুখোমুখি’ হতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।
ট্রাম্প শুক্রবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন, রবিবার ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টার মধ্যে হামাসকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে।
তিনি লিখেছেন, “যদি এই শেষ সুযোগের চুক্তিতে পৌঁছানো না হয়, তাহলে হামাসের ওপর পুরো নরক ফেটে পড়বে, যা আগে কখনও দেখেনি। মধ্যপ্রাচ্যে শান্তি আসবেই, এক না একভাবে।”
ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় গাজায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটানো এবং বিধ্বস্ত অঞ্চলটি পরিচালনার জন্য অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক প্রশাসন দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। এছাড়া হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে বলেও শর্ত দেওয়া হয়েছে।
আরব ও তুর্কি মধ্যস্থতাকারীরা প্রস্তাবটির ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য হামাসের উপর চাপ দিচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে হামাসের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠীটি সম্ভবত ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করবে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবারও জামায়াতে ইসলামীর সমালোচনায় হেফাজত আমির
আবারও জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।
হেফাজত আমির আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।
হেফাজতে ইসলামের আমির বলেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম।
আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাঁদের দেখানো রাস্তা সোজা রাস্তা।
জামায়াতে ইসলামীকে নিয়ে হেফাজত আমিরের এই বক্তব্যের বিষয়ে চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর তিনজন দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তাঁরা কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।