কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে ৫ বছরে ২৭৫ বন্দীর মৃত্যু
Published: 10th, November 2025 GMT
দেশের ৭৪টি কারাগারে বন্দীর সংখ্যা প্রায় ৮২ হাজার। কিন্তু তাঁদের জন্য স্থায়ী চিকিৎসক রয়েছেন মাত্র দুজন। অভিযোগ রয়েছে, চিকিৎসকের অভাবসহ নানা সংকট ও অব্যবস্থাপনায় যথাযথ চিকিৎসা পান না অসুস্থ বন্দীরা।
কারা অধিদপ্তরের বিগত প্রায় পাঁচ বছরের হিসাবে, কারাগারে বছরে গড়ে ১৯৬ জন বন্দীর মৃত্যু হয়। ৪ বছর ৯ মাসে মারা গেছেন ৯৩৩ জন। এর মধ্যে কারাগার অথবা কারা হাসপাতাল থেকে বাইরের হাসপাতালে নেওয়ার সময় পথে মৃত্যু হয় বছরে গড়ে ৫৮ জনের। ৪ বছর ৯ মাসে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে মোট মারা গেছেন ২৭৫ জন বন্দী।
কারা কর্মকর্তারা বলেছেন, ‘প্রেষণে’ ও ‘সংযুক্ত’ হিসেবে কারা হাসপাতালে চিকিৎসকদের পাঠানো হয়। তবে তাঁরা সেখানে থাকতে চান না। কারণ, পদোন্নতির সুযোগ নেই, কাজের চাপ বেশি এবং বিসিএস ক্যাডার কর্মকর্তা হয়েও দায়িত্ব পালন করতে হয় নন-ক্যাডার কর্মকর্তার অধীনে।
কারা অধিদপ্তর সূত্র জানায়, দেশে ১৪টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগার রয়েছে। মোট সংখ্যা ৭৪। এসব কারাগারে বন্দী ধারণক্ষমতা ৪৬ হাজার।
গত ২৩ অক্টোবরের তথ্য অনুযায়ী, কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় বন্দী বেশি রয়েছে ৭৮ শতাংশ (৮২ হাজার)।
বিগত ১০ বছরেও কারা হাসপাতালের দুরবস্থার কোনো উন্নতি হয়নি। বন্দীদের চিকিৎসা ও খাবার নিয়ে দুর্নীতি হচ্ছে। এটা পরিবর্তনে দীর্ঘদিন ধরে মানবাধিকারকর্মীরা কথা বলছেন। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না।মো.নূর খান, মানবাধিকারকর্মী
কারাগারে ধারণক্ষমতার অনেক বেশি বন্দী রাখার বিষয়টি নতুন নয়। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দী কারাগারে থাকতেন। গাদাগাদি করে বন্দী না রাখা এবং কারাগারে চিকিৎসকের সংকট দূর করতে বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে চিঠি–চালাচালি হয়েছে, কাজ হয়নি। এখনো একই পরিস্থিতি চলছে।
মানবাধিকারকর্মী মো. নূর খান প্রথম আলোকে বলেন, বিগত ১০ বছরেও কারা হাসপাতালের দুরবস্থার কোনো উন্নতি হয়নি। বন্দীদের চিকিৎসা ও খাবার নিয়ে দুর্নীতি হচ্ছে। এটা পরিবর্তনে দীর্ঘদিন ধরে মানবাধিকারকর্মীরা কথা বলছেন। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী থাকা দিন দিন বাড়ছে। তিনি বলেন, বন্দীরা রাষ্ট্রের হেফাজতে থাকেন। তাঁদের ভালো চিকিৎসা নিশ্চিত করতে হবে। অবহেলায় মৃত্যু হলে এর দায় রাষ্ট্র কোনোভাবে এড়াতে পারে না।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৭৪ কারা হাসপাতালের জন্য অনুমোদিত চিকিৎসক পদ ১৪৮। অর্থাৎ প্রতিটি হাসপাতালে স্থায়ী চিকিৎসক পদ দুটি। তবে বন্দীর চিকিৎসায় ৭৪টি হাসপাতালে স্থায়ী চিকিৎসক রয়েছেন মাত্র দুজন।স্থায়ী চিকিৎসক দুজনকারা অধিদপ্তর ও কারা হাসপাতাল সূত্র বলছে, বন্দীদের মধ্যে অনেকেই হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, কিডনি ও লিভারের রোগ, ডায়াবেটিস, চর্ম, দন্তসহ নানা রোগে ভুগছেন। ফলে রোগীদের নিয়মিত চিকিৎসা দরকার।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৭৪ কারা হাসপাতালের জন্য অনুমোদিত চিকিৎসক পদ ১৪৮। অর্থাৎ প্রতিটি হাসপাতালে স্থায়ী চিকিৎসক পদ দুটি। তবে বন্দীর চিকিৎসায় ৭৪টি হাসপাতালে স্থায়ী চিকিৎসক রয়েছেন মাত্র দুজন। তাঁদের একজন মানিকগঞ্জ জেলা কারাগারে এবং আরেকজন রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছেন।
কারা হাসপাতালে দায়িত্ব পালনে অনাগ্রহের কারণ জানতে চাইলে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক বিনীতা রায় গত ২১ অক্টোবর প্রথম আলোকে বলেন, কারা হাসপাতালে কোনো পদোন্নতির সুযোগ নেই। ‘পোস্টগ্র্যাজুয়েশন’ (উচ্চতর ডিগ্রি অর্জন) করার ব্যবস্থা নেই। বিসিএস ক্যাডার কর্মকর্তা হয়েও চিকিৎসকদের নন-ক্যাডার কর্মকর্তাদের অধীনে কাজ করতে হয়।
বিনীতা রায় আরও বলেন, কারা হাসপাতালে রোগীর চাপও বেশি। যথেষ্টসংখ্যক চিকিৎসকের অভাবে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। অনেক সময় অবস্থার অবনতি ঘটলে বাইরের হাসপাতালে নেওয়ার সময় বন্দী মারা যান।
৭৪ কারা হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স আছে ২৭টি। কারা হাসপাতাল থেকে বাইরের কোনো হাসপাতালে অসুস্থ বন্দীকে পাঠাতে হলে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। তখন অন্য যানবাহনে করে পাঠাতে হয়। এসব যানবাহনের অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকে না।স্থায়ী চিকিৎসক না থাকায় সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের দপ্তর থেকে কারা হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে চিকিৎসক পাঠানো হয়। ৭৪ কারা হাসপাতালে এ সংখ্যা ১০১। কারা কর্মকর্তারা বলছেন, অস্থায়ী চিকিৎসকেরা সকালে এসে দুপুরের পর অথবা বিকেলে চলে যান। তাঁদের বাসাও কারাগার থেকে দূরে। ফলে রাতে কোনো বন্দী অসুস্থ হলে তাঁদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে।
রাজশাহী কেন্দ্রীয় কারা হাসপাতালের অস্থায়ী চিকিৎসক আরেফিন সাব্বির প্রথম আলোকে বলেন, ওই হাসপাতালে দুজন অস্থায়ী চিকিৎসক রয়েছেন। দৈনিক অন্তত ৩৫০ বন্দীকে চিকিৎসা দিতে হয়। দুজনের পক্ষে এত বন্দীর চিকিৎসা দেওয়া কষ্টদায়ক। কারা হাসপাতালে বন্দীর রোগনির্ণয়েরও ব্যবস্থা নেই। ফলে যথাযথ চিকিৎসা দেওয়া যায় না।
৭৪ কারা হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স আছে ২৭টি। কারা হাসপাতাল থেকে বাইরের কোনো হাসপাতালে অসুস্থ বন্দীকে পাঠাতে হলে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। তখন অন্য যানবাহনে করে পাঠাতে হয়। এসব যানবাহনের অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকে না।
কারাবন্দীদের অনেকে প্রবীণ। ৭০ বছরের বেশি বয়সী মোট বন্দীর সংখ্যা কত, তা জানা যায়নি। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৩৫০ জন বন্দীর বয়স ৭০ বছরের বেশি।
২০০৩ সালে দেশের কারাগারগুলোর জটিল রোগীদের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এ ২০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। চিকিৎসা সরঞ্জাম থাকলেও চিকিৎসক, নার্সসহ লোকবলের অভাবে হাসপাতালটির পুরোপুরি কার্যক্রম চালু করা যায়নি।
কাশিমপুর কারাগার-২–এর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আল মামুন প্রথম আলোকে বলেন, এই হাসপাতালে চিকিৎসকের স্থায়ী ছয়টি ও নার্সের চারটি পদ থাকলেও সব শূন্য। সিভিল সার্জনের দপ্তর থেকে প্রেষণে দেওয়া দুজন নারী চিকিৎসক দায়িত্ব পালন করছেন। রাতে হঠাৎ কোনো বন্দী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা পান না।
নিয়মানুযায়ী প্রতিটি কারাগারে একজন মানসিক চিকিৎসক থাকার কথা। তবে তা নেই। নারী বন্দী আছেন তিন হাজারের মতো। নেই কোনো গাইনি চিকিৎসক।
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন প্রথম আলোকে বলেন, কারা হাসপাতালের নানা সংকট দূর করা নিয়ে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। সমস্যা রয়ে গেছে। কারা হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স চেয়ে পাঠানো প্রস্তাব এর আগে অর্থ মন্ত্রণালয় বাতিল করে দিয়েছে। পরে আবারও প্রস্তাব পাঠানো হয়েছে।
হাসপাতালে নেওয়ার পথে বন্দীর মৃত্যুনারী ও শিশু নির্যাতনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছইবুর রহমান (৬০) গত ৫ অক্টোবর সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে ওই দিন সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাটে।
ছইবুর রহমানের ছোট ছেলে হাবিব আলী ও নাতি মিনহাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছইবুর ছিলেন কানসাটের একটি মাদ্রাসার অধ্যক্ষ। মামলার রায় ঘোষণার পর তিনি রাজশাহী কারাগারে ছিলেন। কারা কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, ছইবুর স্ট্রোক করলে (মস্তিষ্কে রক্তক্ষরণ) তাঁকে রাজশাহী কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। হাবিব আলী বলেন, তাঁর বাবা সময়মতো চিকিৎসা না পাওয়ায় মারা যান।
কারাগারে ‘আত্মহত্যা’র ঘটনাও ঘটছে। গত ২৪ এপ্রিল রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সেলের গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মো. জুয়েল (৩৪) নামের এক বন্দীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কারা কর্তৃপক্ষ বলেছে, জুয়েল ‘আত্মহত্যা’ করেছেন। এ ঘটনায় কারারক্ষী রিপন বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়।
সব মিলিয়ে বিগত ৪ বছর ৯ মাসে (২০২১ থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কারাগারে ৯৩৩ বন্দীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে ২০২১ সালে ২০৫ জন, ২০২২ সালে ১৩২ জন, ২০২৩ সালে ২২৭ জন ও ২০২৪ সালে ১৭৯ জন এবং গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৯০ জন বন্দী মারা গেছেন। কারাগার থেকে বাইরের হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া বন্দীর সংখ্যা ২৭৫।
‘পরিপূর্ণ কারা হাসপাতাল থাকা জরুরি’কারা অধিদপ্তরের ওয়েবসাইটে বলা আছে, তাদের লক্ষ্য বন্দীদের সঙ্গে মানবিক আচরণ করা, যথাযথভাবে তাঁদের বাসস্থান, খাদ্য ও চিকিৎসা দেওয়া। একজন সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় উৎসাহ ও প্রশিক্ষণ দেওয়ার কথাও বলছে কারা অধিদপ্তর। কিন্তু দেখা যাচ্ছে, কারাগারগুলোতে গাদাগাদি করে বন্দীদের রাখা হয়। খাবারের মান নিম্ন। চিকিৎসা–সুবিধা অপ্রতুল।
বন্দীদের নানা রোগের চিকিৎসায় চিকিৎসক ও আনুষঙ্গিক সুবিধা–সংবলিত পরিপূর্ণ কারা হাসপাতাল থাকা খুবই জরুরি বলে মনে করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাবেক সভাপতি মো. টিটো মিঞা। তিনি প্রথম আলোকে বলেন, কারাগারগুলোতে গাদাগাদি করে বন্দীদের রাখা হয় বলে তাঁদের চর্মরোগ ও যক্ষ্মার মতো রোগের ঝুঁকি বেশি থাকে। গরমে ‘হিট স্ট্রোক’ও হতে পারে। স্যানিটেশন ও গোসলের ভালো সুবিধার অভাবে বন্দীরা টাইফয়েডে আক্রান্ত হতে পারেন। যথাযথ চিকিৎসা না পেলে নিউমোনিয়ায় ভুগে বন্দীর অবস্থার অবনতি হতে পারে। তিনি বলেন, কারাগারে বন্দীর জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করতে হবে। বন্দী রোগে আক্রান্ত হলে তাঁকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের সুব্যবস্থা থাকতে হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক য ড র কর মকর ত ধ রণক ষমত র বন দ র ম ত য প রথম আল ক চ ক ৎসক পদ ক র গ রগ ল চ ক ৎসক প র ব যবস থ চ ক ৎসক র বন দ দ র ন বন দ ৭৪ ক র অবস থ
এছাড়াও পড়ুন:
২৪ ঘণ্টায় ১১৬ মিলিয়ন ভিউ, রেকর্ড গড়ল মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজার
পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে মানুষের কৌতূহল কম নয়। তাই তো তাঁর জীবনের গল্প পর্দায় তুলে ধরতে চলেছেন হলিউড পরিচালক অ্যান্টনি ফুকো। এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। থাকবে তাঁর বিখ্যাত কিছু পারফরম্যান্সও। দুই দিন আগে মুক্তি পেয়েছে মাইকেলের বায়োপিক ‘মাইকেল’–এর টিজার। যা নিয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন দর্শকেরা। মাত্র ২৪ ঘণ্টায় ট্রেলার ভিউ ১১৬.২ মিলিয়ন। এর আগে অন্য কোনো মিউজিক্যাল বায়োপিক সিনেমার টিজার ২৪ ঘণ্টায় এত ভিউ হয়নি!
লায়নসগেটের প্রযোজনায় নির্মিত এই ছবির টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে ভক্তরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ জানিয়েছেন মুগ্ধতার কথা, কেউ আবার কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছেন। ছবিটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফর জ্যাকসন। প্রকাশিত টিজারে দেখা যায়, জাফর নিখুঁতভাবে মাইকেলের বিখ্যাত ঢঙে নেচে চলেছেন। টিজারে আরও দেখানো হয়েছে ‘থ্রিলার’ গানের ঝলক। আগামী সপ্তাহ থেকে টিজারটি বড় পর্দায়ও দেখানো হবে।
‘মাইকেল’–এ জাফর জ্যাকসন। আইএমডিবি