দেশজুড়ে থাকা অনন্য শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করার জন্য পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’। মানুষ গড়ার কারিগর এমন সাতজন শিক্ষককে সম্মাননা এবং তিনজন শিক্ষককে মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হবে।
আজ শনিবার বিকেল চারটায় ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মাননা প্রদান অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে চলতি বছর ১৭ জুন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এবারের আয়োজন শুরু হয়। মনোনয়ন চলে ৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত। মোট মনোনয়ন জমা পড়ে ২ হাজার ৬৬২টি। সম্মানিত জুরিবোর্ড কয়েক দফা যাচাই–বাছাই করে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ সম্মাননার জন্য সাতজন প্রিয় শিক্ষককে নির্বাচন করেন। এ ছাড়া সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনায় তিন নিবেদিত শিক্ষক—মাহেরীন চৌধুরী, মাহফুজা খাতুন ও মাসুকা বেগমকে মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হচ্ছে।
এই আয়োজনের অংশ হিসেবে মনোনয়ন চলাকালে সারা দেশে ১৩টি জেলা শহরে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, নারায়ণগঞ্জ, বরিশাল, ফরিদপুর, রংপুর, বগুড়া, খুলনা, সাভার, গাজীপুর, ময়মনসিংহ ও সিলেটে আঞ্চলিক সুধী সমাবেশ আয়োজন করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিস সহায়ক (গ্রেড-২০) পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এই মৌখিক পরীক্ষা ১২ থেকে ১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রশাসন ও মধ্যপ্রাচ্য অনুবিভাগের (ভবন নম্বর–১০, দ্বিতীয় তলা, রুম নম্বর-২১) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার তারিখ ও সময়:—১২/১০/২০২৫ (রোববার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৩/১০/২০২৫ (সোমবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৪/১০/২০২৫ (মঙ্গলবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৫/১০/২০২৫ (বুধবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৬/১০/২০২৫ (বৃহস্পতিবার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
—১৯/১০/২০২৫ (রোববার): বেলা ২টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র (রঙিন প্রিন্ট কপি), অনলাইন আবেদনপত্র (রঙিন), সব শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং কোটা–সংক্রান্ত প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। বর্ণিত কাগজপত্র ব্যতীত কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আরও পড়ুনরংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে নিয়োগ৩ ঘণ্টা আগে