দেশজুড়ে থাকা অনন্য শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করার জন্য পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’। মানুষ গড়ার কারিগর এমন সাতজন শিক্ষককে সম্মাননা এবং তিনজন শিক্ষককে মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হবে।
আজ শনিবার বিকেল চারটায় ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মাননা প্রদান অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে চলতি বছর ১৭ জুন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এবারের আয়োজন শুরু হয়। মনোনয়ন চলে ৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত। মোট মনোনয়ন জমা পড়ে ২ হাজার ৬৬২টি। সম্মানিত জুরিবোর্ড কয়েক দফা যাচাই–বাছাই করে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ সম্মাননার জন্য সাতজন প্রিয় শিক্ষককে নির্বাচন করেন। এ ছাড়া সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনায় তিন নিবেদিত শিক্ষক—মাহেরীন চৌধুরী, মাহফুজা খাতুন ও মাসুকা বেগমকে মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হচ্ছে।
এই আয়োজনের অংশ হিসেবে মনোনয়ন চলাকালে সারা দেশে ১৩টি জেলা শহরে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, নারায়ণগঞ্জ, বরিশাল, ফরিদপুর, রংপুর, বগুড়া, খুলনা, সাভার, গাজীপুর, ময়মনসিংহ ও সিলেটে আঞ্চলিক সুধী সমাবেশ আয়োজন করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে নিয়োগের সুযোগ
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতে ২০তম গ্রেডের ৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৫।
আরও পড়ুনস্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ, পদ ৮৯৭৫ ঘণ্টা আগেচাকরির বিবরণ
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-২০) ৮২৫০-২০০১০ টাকা
বয়সসীমা: ১৮–৩২ বছর
আবেদনের নিয়ম
ওয়েবসাইটে আবেদন করা যাবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ২০ নভেম্বর ২০২৫, সকাল ১০টা;
আাবেদন শেষ: ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টা।
নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন–সংক্রান্ত নিয়মাবলি দেখুন এই ওয়েবসাইটে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে যা জানা জরুরি১৬ নভেম্বর ২০২৫