ধর্ম বিক্রি করে জামায়াত রাজনীতি করছে অভি‌যোগ ক‌রে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ব‌লে‌ছেন, “ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর। তারা ধর্মকে রাজনৈতিক সুবিধার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ধর্ম বিক্রি করে তারা রাজনীতি করছে, যা ধর্ম ও সমাজ উভয়ের জন্যই বিপজ্জনক।”

শনিবার (৪ অক্টোবর) পল্লবীর প্যারিস রোডের শাহীন স্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

আরো পড়ুন:

‘যারা দ্রুত নির্বাচন চায়, তাদের সঙ্গে ভারতের স্লোগান মিলে যায়’ 

পঞ্চগড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

জামায়াত সম্প‌র্কে সতর্ক থাকার আহ্বান জানি‌য়ে আমিনুল হক বলেন, “আমরা মুসলমান হিসেবে সব ধর্মকে সম্মান করি। কিন্তু ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করে যারা নিজেদের রাজনৈতিক সুবিধা নিতে চায়, তারা কখনোই সফল হবে না। গতকাল এক জামায়াত নেতা বলেছেন, ‘রোজা আর পূজা নাকি একই মুদ্রার এপিট-ওপিঠ।’ এই ধরনের শিরকি বক্তব্য বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না।”

“আমরা একটি অসাম্প্রদায়িক, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান- সবাই মিলেমিশে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সঙ্গে বাস করতে পারবে। কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুন করে রাজনীতি শুরু করেছে, যা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ,” যোগ করেন বিএন‌পির এই নেতা।

তিনি বলেন, “কিছু রাজনৈতিক মহল আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। দুই-একটি দল এবং একটি ইসলামিক দল পিআর এর নামে ও নানা অজুহাতে নির্বাচনের সময়সূচি পেছানোর চেষ্টা করছে। এই প্রচেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী।”

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো.

আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম প্রমুখ।

পরে পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডের বাউনিয়াবাধ ডি-ব্লক বেড়িবাধ সংলগ্ন আরবান শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আমিনুল হক।

ঢাকা/নঈমুদ্দীন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন ত ক ব এনপ র

এছাড়াও পড়ুন:

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৩ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামী রবিবার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে।

এদিন সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া চলবে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর শুরু হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো পড়ুন:

ব্রাকসুর তফসিল প্রত্যাখান শিক্ষার্থীদের

নেত্রকোণায় প্রভাষকদের পদোন্নতির দাবিতে কর্মবিরতি

বুধবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার মোট সাতটি ইউনিটে (এ, বি, সি, সি–১, ডি, ই এবং আইবিএ–জেইউ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে শুক্রবার ও শনিবার পরীক্ষা বন্ধ থাকবে। পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এছাড়া ‘ই’ ইউনিটের জন্য ৭০০ টাকা এবং সি–১ ও আইবিএ–জেইউ ইউনিটের ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের ফি’র সঙ্গে ১.২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। রকেট, বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা অথবা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে।

৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে ৫৫ মিনিট। তবে ওএমআর শিট পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় পাসের জন্য নূন্যতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।

এবারো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। ২০২২ সাল ও তার পরবর্তী সময়ে মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইআইটি) এবং ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৪.০০ থাকতে হবে। তবে ‘এ’ ইউনিটে মোট জিপিএ ৮.৫০ এবং ‘ডি’ ইউনিটে ৯.০০ থাকা আবশ্যক।

অন্যান্য ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ভিন্ন ভিন্ন জিপিএ শর্ত রাখা হয়েছে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (ju-admission.org) থেকে জানা যাবে।

ঢাকা/আহসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ