বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বাগ্‌দান সেরেছেন—গত কয়েক বছরে বহুবার এমন খবর হয়েছে। দক্ষিণ ভারতের এই প্রেমিক যুগলকে নিয়ে ভক্ত–অনুসারীদের আগ্রহ এমনই যে প্রতিদিনই তারা খবরের শিরোনামে থাকেন। তাই বহুবার তাঁদের বাগদান এমনকি গোপন বিয়ের খবরও হয়েছে। বলাই বাহুল্য, সবই কেবল গুজব ছিল। তবে এবার সত্যি সত্যি বাগদান সেরেছেন তাঁরা। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত শুক্রবার হায়দরাবাদে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বাগ্‌দান সেরেছেন তাঁরা। এখন তাঁদের সাত বছরের প্রেম পরিণয়ের অপেক্ষায়। হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক বিজয় ও রাশমিকার প্রেমের আলোচিত সাত ঘটনা—

একা রাশমিকা
‘কিরিক পার্টি’ অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রাশমিকা, ঘটনা ২০১৭ সালের। প্রেমের গুঞ্জন ডালপালা মেলার আগেই তাঁরা বাগ্‌দান সারেন। সেটাও ২০১৭ সালে। তবে ভক্তরা যখন তাঁদের বিয়ের অপেক্ষায়, তখনই আসে দুঃসংবাদ। বাগ্‌দান ভেঙে দিয়ে আলাদা হয়ে যান তাঁরা। একই সময়ে রাশমিকা শুরু করেন তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দাম’–এ শুটিং। সেই শুটিং সেটেই দেখা হয় বিজয় দেবরাকোন্ডার সঙ্গে।

বিজয় ও রাশমিকা। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাশমিকা–বিজয়ের প্রেম: ৭ বছরের সম্পর্কের ৭ আলোচিত ঘটনা

বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বাগ্‌দান সেরেছেন—গত কয়েক বছরে বহুবার এমন খবর হয়েছে। দক্ষিণ ভারতের এই প্রেমিক যুগলকে নিয়ে ভক্ত–অনুসারীদের আগ্রহ এমনই যে প্রতিদিনই তারা খবরের শিরোনামে থাকেন। তাই বহুবার তাঁদের বাগদান এমনকি গোপন বিয়ের খবরও হয়েছে। বলাই বাহুল্য, সবই কেবল গুজব ছিল। তবে এবার সত্যি সত্যি বাগদান সেরেছেন তাঁরা। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত শুক্রবার হায়দরাবাদে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বাগ্‌দান সেরেছেন তাঁরা। এখন তাঁদের সাত বছরের প্রেম পরিণয়ের অপেক্ষায়। হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক বিজয় ও রাশমিকার প্রেমের আলোচিত সাত ঘটনা—

একা রাশমিকা
‘কিরিক পার্টি’ অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রাশমিকা, ঘটনা ২০১৭ সালের। প্রেমের গুঞ্জন ডালপালা মেলার আগেই তাঁরা বাগ্‌দান সারেন। সেটাও ২০১৭ সালে। তবে ভক্তরা যখন তাঁদের বিয়ের অপেক্ষায়, তখনই আসে দুঃসংবাদ। বাগ্‌দান ভেঙে দিয়ে আলাদা হয়ে যান তাঁরা। একই সময়ে রাশমিকা শুরু করেন তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দাম’–এ শুটিং। সেই শুটিং সেটেই দেখা হয় বিজয় দেবরাকোন্ডার সঙ্গে।

বিজয় ও রাশমিকা। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ