আজ রোববার সন্ধ্যার পর রাজধানীতে বৃষ্টি হতে পারে—এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা এবং ঢাকার আশপাশের কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এখন লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাব ও সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ু—এ দুই মিলে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.

হাফিজুর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, রাজধানীর আশপাশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে সকালের পর। আর উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানেও বৃষ্টি হচ্ছে। আজ বিকেলের দিকে রাজধানীতে সামান্য বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যার পর বৃষ্টি বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি এখন দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, ওডিশা ও বিহারের স্থল এলাকায় এখন এর অবস্থান বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। লঘুচাপটির প্রভাবে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টি হচ্ছে গত দুই দিন হলো। সর্বশেষ ২৪ ঘণ্টায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও উত্তরের বিভিন্ন এলাকায় জেলায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।

আজ সকাল থেকে রাজধানী ও এর আশপাশের আকাশে মেঘ আছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, লঘুচাপের খানিকটা প্রভাব ও মৌসুমি বায়ুর প্রভাবেই আজ বৃষ্টি হচ্ছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রশাসনের আশ্বাসে মাদারগঞ্জে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতি থেকে আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। গতকাল বুধবার রাতে স্থানীয় প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনার পর সাত দিনের জন্য এ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এর আগে টানা সাত দিন ধরে উপজেলা পরিষদ ঘেরাও করে প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন আন্দোলনকারীরা। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ঘেরাও কর্মসূচি পালিত হয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, থানায় স্থানীয় প্রশাসন, বড় দুটি সমিতির মালিকপক্ষের লোকজন ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা শুরু হয়। আলোচনায় আগামী সাত দিনের মধ্যে বড় বড় সমিতির মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে বলে প্রশাসনের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন। পরে সাত দিনের জন্য কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

আমানতের অর্থ উদ্ধার কমিটির আহ্বায়ক শিবলুল বারী বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলোচনায় বসার আহ্বান জানান। আমরাও তাঁর ডাকে সাড়া দিয়ে আলোচনায় বসেছিলাম। আলোচনায় টাকা উদ্ধারে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসন আমাদের জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে বড় বড় সমিতি থেকে টাকা উদ্ধারে উদ্যোগ গ্রহণ করবেন। তাঁদের কথায় আমরাও আশ্বস্ত হই। তবে আগামী সাত দিনের মধ্যে টাকা উদ্ধারে কোনো অগ্রগতি দেখাতে না পারলে, আবারও ঘেরাওসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ বলেন, ‘আলোচনায় টাকা উদ্ধারের কিছু অগ্রগতি আন্দোলনকারীদের দেখানো হয়েছে। এতে তাঁরা সন্তুষ্ট। ইতিমধ্যে বড় দুটি সমিতির মালিকপক্ষ গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং দুটি সমিতির কেনা অনেক জমির দলিল দিয়েছেন। ওইসব জমি বিক্রি করে গ্রাহকদের মধ্যে টাকা দেওয়া হবে। চেষ্টা করব, সাত দিনের মধ্যে যাতে টাকা উদ্ধারে আরও অগ্রগতি বাড়ে।’

১১ নভেম্বর থেকে ‘মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটি’র ব্যানারে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছিল। এতে ভুক্তভোগীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। এক বছর ধরে এই ব্যানারে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মশালমিছিল, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ ও একাধিকবার উপজেলা পরিষদ ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কিন্তু কোনো গ্রাহকই টাকা ফেরত পাননি।

জেলা সমবায় কার্যালয়ের তথ্য অনুযায়ী, গ্রাহকের ৭৩০ কোটি টাকা সমবায় সমিতিগুলোয় ছিল। অন্যদিকে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দাবি, ২৩টি সমিতির মধ্যে আল–আকাবা, শতদল, স্বদেশ, নবদীপ, হলিটার্গেট ও রংধনু অন্যতম। ছয়টি সমিতির কাছে জমা আছে ৭০০ কোটি টাকার বেশি। শুধু মাদারগঞ্জের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের একটি হিসাব করে দেখা গেছে, প্রায় দেড় হাজার কোটি টাকা সমিতিগুলোয় আছে। এ ছাড়া ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী ও জামালপুর সদরে কয়েক হাজার গ্রাহক আছেন।

সম্পর্কিত নিবন্ধ