লিওনেল মেসির জাদু যেন থামছেই না। তিনটি দৃষ্টিনন্দন অ্যাসিস্ট আর জর্ডি আলবার দুর্দান্ত জোড়া গোলে ইন্টার মায়ামি বাংলাদেশ সময় আজ রোববার সকালে নিউ ইংল্যান্ড রেভলিউশনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে।

এই ম্যাচের পর চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ২৪, আর অ্যাসিস্ট ১৭। অর্থাৎ মোট ৪১টি গোল ও অবদান। যা মেজর লিগ সকার (এমএলএস) ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির কার্লোস ভেলা করেছিলেন ৪৯টি (৩৪ গোল, ১৫ অ্যাসিস্ট)।

আরো পড়ুন:

মেসির জোড়া গোলে মায়ামির জয়

মায়ামিতেই থাকছেন মেসি, নতুন চুক্তি চূড়ান্ত

এই জয়ে মায়ামি ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে। তাদের পয়েন্ট এখন ৫৯। দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে তারা। আবার সমান ব্যবধানে এগিয়ে রয়েছে শার্লট ও নিউইয়র্ক সিটি এফসির চেয়ে। এদিকে ফিলাডেলফিয়া ইউনিয়ন ইতোমধ্যেই কনফারেন্সের শীর্ষ দল ও ‘সাপোর্টার্স শিল্ড’ শিরোপা নিশ্চিত করেছে। ফলে মায়ামির টানা দ্বিতীয়বার মৌসুমসেরা হওয়ার স্বপ্ন ভেঙে গেছে।

এদিন ম্যাচের ৩২ মিনিটে আসে প্রথম গোল। মেসির এক নো-লুক পাসে (না তাকিয়ে বাড়ানো বল) ডান দিক দিয়ে এগিয়ে যান তাদেও আলেন্দে। ছোট বক্সের কোণ থেকে নিচু শটে বল পাঠান জালে। তাতে মায়ামি লিড নেয় ১-০ ব্যবধানে।

প্রথমার্ধের যোগ করা সময়ে জর্ডি আলবা ব্যবধান দ্বিগুণ করেন। প্রতিপক্ষ গোলরক্ষক ম্যাট টার্নারের ভুল পাস কুড়িয়ে নেন মেসি, এক মুহূর্তে কাটিয়ে যান ডিফেন্ডারকে, তারপর নিখুঁত পাস বাড়ান আলবার দিকে। একেবারে কাছ থেকে গোল করে স্কোরলাইন করেন ২–০ করেন আলবা।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে নিউ ইংল্যান্ডের তরুণ ফরোয়ার্ড দর তুরগেমান নিজের দ্বিতীয় এমএলএস ম্যাচে একটি গোল পান। তাতে কমে ব্যবধান। কিন্তু মাত্র এক মিনিট পরই মেসির দীর্ঘ আরকিং পাসে আবারও গোল করেন আলেন্দে। তাতে ব্যবধান বেড়ে হয় ৩-১। এরপর ৬৩ মিনিটে আলবার দ্বিতীয় গোল মায়ামির দাপুটে জয়কে পাকাপোক্ত করে দেয়।

২১ বছর বয়সী তুরগেমান গত সপ্তাহেই আটলান্টার বিপক্ষে বদলি হিসেবে প্রথম এমএলএস ম্যাচ খেলেছিলেন। এবার শুরুর একাদশে সুযোগ পেয়েই গোল পেয়েছেন। তবে তার উজ্জ্বল মুহূর্তটিও ম্লান করে দেয় মেসির অর্কেস্ট্রা।

মায়ামি জুলাই মাসেও রেভলিউশনকে ২-১ গোলে হারিয়েছিল। এবার জয়টা হলো আরও বড় ব্যবধানে, আরও নিখুঁতভাবে। যেন মেসি ও আলবার ফুটবল-সিনেমার পর্দায় আরেকটি সফল অধ্যায়। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব যবধ ন আলব র

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে রোমাঞ্চকর শুরুর দিনে বিদায় চার দলের, শেষ আটের টিকিটের লড়াই কাল

ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরের প্রথম দিনে জয় পেয়েছে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম, চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়। নকআউটভিত্তিক টুর্নামেন্টের প্রথম দিনের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। চট্টগ্রামের আঞ্চলিক পর্বে ‘বাই’ পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম আগামীকাল মাঠে নামবে। আগামীকালই ঠিক হবে চট্টগ্রাম অঞ্চল থেকে কোন দুটি দল যাচ্ছে শেষ আটে।

অন্যদিকে প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আজ প্রথম দুই ম্যাচেরই নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম টাইব্রেকারে ৫–৪ গোলে হারায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে। নির্ধারিত ৭০ মিনিটে ম্যাচ ছিল ১–১। দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্রর পর চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি টাইব্রেকারে ৫–৪ গোলে হারায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশকে। তৃতীয় ম্যাচে হয়েছে গোলবন্যা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে। দিনের শেষ ম্যাচে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তুমুল লড়াইয়ের পর ১–০ গোলে জেতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে প্রথমবারের মতো।

উদ্বোধনী দিনের একটি ম্যাচের দৃশ্য

সম্পর্কিত নিবন্ধ