বলিউড বাদশা শাহরুখ খানকে বিশ্বের অন্যতম খ্যাতিমান চলচ্চিত্র তারকা হিসেবে ধরা হয়। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’–এর মতো চলচ্চিত্রে আইকনিক চরিত্র রূপায়ন করে বিশ্বজোড়া যশ-খ্যাতি কুড়িয়েছেন।  

তবে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের মতে—ভবিষ্যৎ প্রজন্ম হয়তো শাহরুখ খানের নামই জানবে না। খ্যাতি যে কতটা ক্ষণস্থায়ী, সে বিষয় পিঙ্কভিলার সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন বিবেক। 

আরো পড়ুন:

রেকর্ড গড়বে শাহরুখের ‘কিং’?

আমি আজ যা কিছু, সবই নারীদের জন্য: শাহরুখ

এ আলাপচারিতায় বিবেক ওবেরয় বলেন, “ষাটের দশকের কোনো সিনেমা, কোনো নায়কের কথা আজকাল জিজ্ঞাসা করলে কেউ পাত্তাই দেয় না। শেষ পর্যন্ত আপনাকে ইতিহাসে হারিয়ে যেতে হবে। ২০৫০ সালে মানুষ হয়তো বলবেন, শাহরুখ খান কে?” 

বলিউড অভিনেতা রণবীর কাপুরের দাদা রাজ কাপুরের প্রসঙ্গ টেনে আনেন বিবেক। এ অভিনেতা বলেন, “এখন কি কেউ জিজ্ঞাসা করে, “রাজ কাপুর কে?” আমি আর আপনি তাকে সিনেমার ‘ঈশ্বর’ বলি। কিন্তু রণবীর কাপুরের কোনো তরুণ ভক্তকে জিজ্ঞেস করলে, সে হয়তো জানেই না রাজ কাপুর কে ছিলেন। সুতরাং শেষ পর্যন্ত ইতিহাস আমাদের সবাইকে বিস্মৃতির অন্ধকারে ঠেলে দেয়।” 

বিবেক ওবেরয় অভিনীত সিনেমা ‘মাস্তি ৪’। এ সিনেমার মুক্তির প্রস্তুতি নিচ্ছেন এই তারকা। তাছাড়া বিবেকের হাতে রয়েছে ‘স্প্রিরিট’ সিনেমার কাজ। সিনেমাটির লিড চরিত্রে অভিনয় করছেন প্রভাস। এটি পরিচালনা করছেন সন্দীপ রেড্ডি ভাঙা। তাছাড়া ‘রামায়ণ-১’ সিনেমার কাজ করছেন বিবেক ওবেরয়। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

‘২০৫০ সালে মানুষ হয়তো বলবেন, শাহরুখ খান কে?’

বলিউড বাদশা শাহরুখ খানকে বিশ্বের অন্যতম খ্যাতিমান চলচ্চিত্র তারকা হিসেবে ধরা হয়। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’–এর মতো চলচ্চিত্রে আইকনিক চরিত্র রূপায়ন করে বিশ্বজোড়া যশ-খ্যাতি কুড়িয়েছেন।  

তবে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের মতে—ভবিষ্যৎ প্রজন্ম হয়তো শাহরুখ খানের নামই জানবে না। খ্যাতি যে কতটা ক্ষণস্থায়ী, সে বিষয় পিঙ্কভিলার সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন বিবেক। 

আরো পড়ুন:

রেকর্ড গড়বে শাহরুখের ‘কিং’?

আমি আজ যা কিছু, সবই নারীদের জন্য: শাহরুখ

এ আলাপচারিতায় বিবেক ওবেরয় বলেন, “ষাটের দশকের কোনো সিনেমা, কোনো নায়কের কথা আজকাল জিজ্ঞাসা করলে কেউ পাত্তাই দেয় না। শেষ পর্যন্ত আপনাকে ইতিহাসে হারিয়ে যেতে হবে। ২০৫০ সালে মানুষ হয়তো বলবেন, শাহরুখ খান কে?” 

বলিউড অভিনেতা রণবীর কাপুরের দাদা রাজ কাপুরের প্রসঙ্গ টেনে আনেন বিবেক। এ অভিনেতা বলেন, “এখন কি কেউ জিজ্ঞাসা করে, “রাজ কাপুর কে?” আমি আর আপনি তাকে সিনেমার ‘ঈশ্বর’ বলি। কিন্তু রণবীর কাপুরের কোনো তরুণ ভক্তকে জিজ্ঞেস করলে, সে হয়তো জানেই না রাজ কাপুর কে ছিলেন। সুতরাং শেষ পর্যন্ত ইতিহাস আমাদের সবাইকে বিস্মৃতির অন্ধকারে ঠেলে দেয়।” 

বিবেক ওবেরয় অভিনীত সিনেমা ‘মাস্তি ৪’। এ সিনেমার মুক্তির প্রস্তুতি নিচ্ছেন এই তারকা। তাছাড়া বিবেকের হাতে রয়েছে ‘স্প্রিরিট’ সিনেমার কাজ। সিনেমাটির লিড চরিত্রে অভিনয় করছেন প্রভাস। এটি পরিচালনা করছেন সন্দীপ রেড্ডি ভাঙা। তাছাড়া ‘রামায়ণ-১’ সিনেমার কাজ করছেন বিবেক ওবেরয়। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ