চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশ, র‍্যাব, এপিবিএন এবং নৌ পুলিশের যৌথ অভিযানে ১১টি এলজিসহ বিপুল সংখ্যক আগ্নয়ান্ত্র উদ্ধার করা হয়েছে। পাঁচজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত  রাউজান থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

নরসিংদীর আদালতে ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত

জজের ছেলে হত্যা: আসামি লিমন মিয়া ফের রিমান্ডে

পুলিশ সুপার জানান, জেলা পুলিশের সাতটি টিম, র‌্যাব-৭ এর দুটি টিম, নৌপুলিশ এবং ৯ এপিবিএনের সদস্যরা রাউজান উপজেলার নোয়াপাড়া, বাগোয়ান, পূর্ব ও পশ্চিম গুজরা, সুলতানপুর, কদলপুর, রাউজান ইউপি এবং রাউজান পৌরসভায় যৌথভাবে অভিযান পরিচালনা করে। রাউজান ঘিরে বিভিন্ন এলাকায় ১৭টি চেকপোস্ট বসানো হয়। 

তিনি আরো জানান, যৌথ অভিযানে ১১টি এলজি, ছয় রাউন্ড কার্তুজ, ১৪টি ছোরা, তিনটি রামদা, দুটি চাপাতি, দুটি তলোয়ার ইত্যাদি উদ্ধার করা হয়। অভিযানে পাঁচজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে রাউজান উপজেলায় অস্ত্র আইনে ১০টি মামলা হয়েছে। আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪টি আগ্নেয়াস্ত্র, ৮৫ রাউন্ড গুলি এবং ৩২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

জানুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে ৫৭৭টি আগ্নেয়াস্ত্র এবং ৪৬২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ১৪০ জন গ্রেপ্তার হয়েছে। 

জেলা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত আছে। 
 

ঢাকা/রেজাউল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র

এছাড়াও পড়ুন:

রাবি প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার হলেন রাইজিংবিডির ফাহিম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম। তিনি রাবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফাহিম ছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে আরো সাতজন বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন:

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ভুয়া তথ্য প্রচার ঠেকাতে গণমাধ্যমের ভূমিকা জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের চার দশক পূর্তি উপলক্ষে সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম; স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় বিজয়ীদের নাম ঘোষণা ও ক্রেস্ট প্রদান করা হয়।

ফিচার ক্যাটাগরিতে বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন রাইজিংবিডির রাবি প্রতিনিধি ফাহমিদুর রহমান ফাহিম, বিশেষ ক্যাটাগরিতে কালবেলার রাবি প্রতিনিধি আজহারুল ইসলাম তুহিন, গবেষণা ক্যাটাগরিতে আবু ছালেহ শোয়েব।

এছাড়া ডেইলি ইভেন্টে যৌথভাবে সৈয়দ মাহিন, নাসিমুল মুহিত ইফাত ও বিপ্লব উদ্দিন এবং উদীয়মান ক্যাটাগরিতে যৌথভাবে মো. রাফসান আলম ও জুবায়ের হোসাইন নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে অনূভুতি জানিয়ে ফাহিম বলেন, “এটি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত নয়, বরং সিনিয়র–জুনিয়রসহ প্রেসক্লাব পরিবারের সবার সহযোগিতার ফল। সিনিয়রদের দিকনির্দেশনা, সমর্থন আমাকে দায়িত্বশীল হতে শিখিয়েছে। একইসঙ্গে জুনিয়রদের প্রাণশক্তি, কৌতূহল ও সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।”

তিনি বলেন, “আজ বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছি। আমি মনে করছি, এতে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। এই সম্মান আমাকে আরো নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহ দেবে।”

সভায় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সালেহ হাসান নকীব।

এতে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান ও রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক প্রমুখ।

ঢাকা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ