মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকারকে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

নিহত শান্ত সরকারের চাচা সোহরাব সরকার এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন। এতে নিহতের মা মাকসুদা বেগম, স্ত্রী শান্তা বেগম, ভাই মামুন অংশ নেন। আরো উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ভিপি শাহিন মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম-আহ্বায়ক ফয়সাল খান রনিসহ সদর ও চরকেওয়ার এলাকার প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষ।

আরো পড়ুন:

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী ওয়াসার কর্মচারীদের বিক্ষোভ

হাসপাতালের কর্মচারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

বক্তারা বলেন, আবু ইলিয়াস শান্ত সরকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিবরিয়া মিজি, শাহাদাত প্রধানসহ সব আসামিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ঢাকা/রতন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে মান্নানের মনোনয়ন বাতিলের কর্মসূচিতে জাসাসের অংশগ্রহণ

সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা জাসাস নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব মোহাম্মদ আকাশ প্রধান এর নেতৃত্বে শতাধিক নেতা কর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন। 

সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে তাদের প্রতিক্রিয়া জানান এবং অভিলম্বে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি কর্তৃক ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে শিক্ষিত ও পরীক্ষিত ত্যাগী নেতাকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান তারা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন
  • ট্রেন থামিয়ে পরিচালক ও চালককে মিষ্টি খাওয়ালেন আন্দোলনকারীরা
  • ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
  • নেত্রকোনায় জাতীয় দলের ফুটবলারকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ
  • মানববন্ধনে অংশগ্রহকারীরা স্বেচ্ছাসেবক দলের নয়, গিয়াসের লোক : রিপন
  • সিদ্ধিরগঞ্জে মান্নানের মনোনয়ন বাতিলের কর্মসূচিতে জাসাসের অংশগ্রহণ
  • ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবি
  • চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী ওয়াসার কর্মচারীদের বিক্ষোভ
  • হাসপাতালের কর্মচারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন, কর্মবিরতির ডাক