কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ও মনোনয়নপ্রত্যাশী দুই নেতার পক্ষে একই স্থানে সমাবেশ ডাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুমিল্লা নগরীর টাউন হল মাঠে পাশাপাশি স্থানে মঞ্চ ও প্যান্ডেল তৈরি পরিস্থিতি আরো জটিল করে তুলেছে।

এ অবস্থায় সংঘাতের আশঙ্কায় এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে দুই পক্ষকে আলাদাভাবে মাঠের বাইরে গিয়ে সমাবেশ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি টাউন হলের মূল ফটক ও আশেপাশের এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে আছেন। 

আরো পড়ুন:

দলের সদস্যপদ ফিরে পেলেন বিএনপি নেতা আছাদ মাতুব্বর

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মিছিল

গত ৩ নভেম্বর কুমিল্লা–৬ আসনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই মনোনয়নপ্রত্যাশী আমিন-উর-রশিদ ইয়াছিনের সমর্থকরা টানা ১২দিন ধরে কর্মসূচি পালন করে আসছেন। 

বৃহস্পতিাবার (২০ নভেম্বরের) কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের অবস্থান আরো কঠোর হয়েছে। আজ সকাল থেকে টাউন মাঠে প্রবেশের মূল ফটক বন্ধ করে সমাবেশের সব কার্যক্রম নিষিদ্ধ করে সাধারণ মানুষকে মাঠে প্রবেশ নিষিদ্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

বুধবার (১৯ নভেম্বর) মাঠ ঘুরে দেখা যায়, কুমিল্লা সদর আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন গ্রুপ মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপনসহ নানা আয়োজনে কাজ করছে। অন্যদিকে, কুমিল্লা সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর গ্রুপ মাঠের বিপরীত পাশে আলাদা মঞ্চ নির্মাণে ব্যস্ত এবং নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে। 

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।”

তিনি বলেন, “দুই পক্ষকেই আমরা পৃথক সময়ে বা পৃথক ভেন্যুতে কর্মসূচি করার প্রস্তাব দিয়েছি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

ঢাকা/রুবেল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ পর স থ ত ব এনপ র অবস থ সদস য

এছাড়াও পড়ুন:

পিসিবির নির্বাচক ও যুব উন্নয়নপ্রধানের পদ ছাড়লেন আজহার আলী

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক ও যুব উন্নয়ন বিভাগের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আজহার আলী। পিসিবি কিংবা আজহার নিজে ব্যাপারটি প্রকাশ না করলেও এ খবর নিশ্চিত করেছে ইএসপিএনক্রিকইনফো। ১২ মাস এই পদে দায়িত্ব পালনের পর সরে দাঁড়ালেন আজহার।

ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, পিসিবির সঙ্গে দীর্ঘদিন ধরে মতপার্থক্যের জেরে পদত্যাগ করেছেন আজহার। বিষয়টি চূড়ান্ত রূপ নেয় সরফরাজ আহমেদকে পিসিবি পাকিস্তান শাহিনস (এ দল) ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পর। যদিও সরফরাজের এ নিয়োগ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পিসিবি। সফর আয়োজন, পরিচালনা, প্রশিক্ষণ ক্যাম্প—এসব সরফরাজের দায়িত্বের আওতাভুক্ত।

ক্রিকেটবিষয়ক খবরের এই পোর্টাল তাদের প্রতিবেদনে লিখেছে, আজহারের সম্ভবত মনে হয়েছে, সরফরাজের নিয়োগটি তাঁর দায়িত্বের সঙ্গে মিলে যায় এবং এ কারণে নিজের অবস্থান টিকিয়ে রাখা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে।

সরফরাজ আহমেদ

সম্পর্কিত নিবন্ধ

  • পিসিবির নির্বাচক ও যুব উন্নয়নপ্রধানের পদ ছাড়লেন আজহার আলী
  • জকসুতে কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদে মনোনয়নপত্র জমা দিলেন ২৪৯ প্রার্থী
  • একই দিনে একই মাঠে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা