বাংলাদেশে কারো জন্মদিন মানেই পরিচিত একটি সুর, একটি লাইন—‘আজ জন্মদিন তোমার…’। যে সুরে ভেসে ওঠে আনন্দ, শুভেচ্ছা, ভালোবাসা। দেশের প্রায় সব জন্মদিনের অনুষ্ঠানের প্লে-লিস্টে জায়গা নেওয়া এই গান যেন এক প্রজন্মের নস্টালজিয়া। আর সেই হৃদয়ছোঁয়া গানের নেপথ্যে রয়েছে মজার একটি গল্প, যা জানিয়েছেন নন্দিত সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ। 

প্রথমে গানটি তৈরি করা হয়েছিল জনপ্রিয় রক তারকা হাসানের জন্য। কিন্তু কীভাবে তার বদলে গানটি অলংকৃত হয় শাফিন আহমেদের কণ্ঠে? সেই স্মৃতি টেনে আনলেন প্রিন্স মাহমুদ নিজেই। 

আরো পড়ুন:

আগামীকাল ঢাকা আসছে শাফিন আহমেদের মরদেহ

শাফিন আহমেদের মৃত্যুতে শোকস্তব্ধ বন্ধু-সহকর্মীরা

প্রিন্স মাহমুদ গণমাধ্যমে বলেন, “তখন তো আমি থিমভিত্তিক গান করতাম। ভাবলাম, একটা জন্মদিনের গান করি। লিখলাম, সুর করলাম। গানটি হাই নোটের। হাসানের জন্যই করেছিলাম। কিন্তু তার তখন অনেক গান হয়ে যাচ্ছে—তাই ঠিক করলাম, অন্য কাউকে দিয়ে গাওয়াই।” 

প্রথম বিকল্প ছিলেন ব্যান্ডশিল্পী বিপ্লব। কিন্তু তিনি পারলেন না। এরপরই মাথায় আসে শাফিন আহমেদের নাম। এসব তথ্য উল্লেখ করে প্রিন্স মাহমুদ বলেন, “শাফিন ভাইকে বললাম। তিনি দুদিন বাসায় প্র্যাকটিস করলেন। তারপর সিদ্ধেশ্বরীর চারু স্টুডিওতে এলেন। রেকর্ডিংয়ের সময় একটু কষ্ট হচ্ছিল, কিন্তু দুই-আড়াই ঘণ্টায় যে শক্তিশালী ভোকাল তিনি দিলেন, আমি নিজেই অবাক হয়ে গেলাম। এরপর ইতিহাস।” 

সাউন্ড গার্ডেনে নির্মিত সেই সংগীতায়োজনেই জন্ম নেয় দেশের অন্যতম জনপ্রিয় জন্মদিনের একটি গান; যা শিল্পীর নয়, হয়েছে সবার। শুধু এই গানই নয়, শাফিন আহমেদের কণ্ঠে প্রিন্স মাহমুদের আরো বেশ কিছু স্মরণীয় সৃষ্টি রয়েছে। 

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ফ ন আহম দ শ ফ ন আহম দ র

এছাড়াও পড়ুন:

‘তারেক রহমান যত দিন আছেন, দেশ পথ হারাবে না’

কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘‘তারেক রহমান যত দিন আছেন, দেশ পথ হারাবে না।’’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ সব বলেন।

আরো পড়ুন:

টাঙ্গাইলে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে মিছিল

নারীদের নিরাপত্তায় ৫ অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেবে বিএনপি: তারেক

মনিরুল হক বলেন, ‘‘আমাকে কুমিল্লা গড়ার জন্য একটিবার সুযোগ দিন, আমি আপনাদের হতাশ করব না। আপনাদের কাছ থেকে একটা ভোট ছাড়া আর কিছু চাই না।’’

তিনি বলেন, ‘‘এই কুমিল্লায় ১৫ বছরে ফ্যাসিস্ট আমলে কোনো উন্নয়ন হয়নি। সিটি করপোরেশন, জেলা পরিষদ কোথাও স্থানীয় নিয়োগ হয়নি, তাহলে উন্নতি হবে কীভাবে?’’

সভায় মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী প্রমুখ।
 

ঢাকা/রুবেল/বকুল 

সম্পর্কিত নিবন্ধ