মৌলভীবাজারে চা বাগান থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার
Published: 5th, October 2025 GMT
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল খাইছড়া চা বাগানের লেকের পাড় থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে ১২ ফুট লম্বা ২১ কেজি ওজনের ওই অজগর সাপ উদ্ধার করে বন-সংরক্ষক বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।
আরো পড়ুন:
কুড়িগ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট লম্বা অজগর অবমুক্ত
জানা গেছে, শ্রমিকরা চা পাতা তোলার সময় বাগানের লেকের পাড়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা বাগান ব্যবস্থাপকের কাছে গিয়ে বিষয়টি জানান।
সঙ্গে সঙ্গে ভাড়াউড়া চা বাগানের ডেপুটি ম্যানেজার সাদিকুর রহমান ও খাইছড়া চা বাগানের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো.
খাইছড়া চা বাগানের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো. জামান নাহিদ বলেন, “আমরা খবর পেয়ে বিষয়টি বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেবকে জানাই। তিনি এসে সাপটি উদ্ধার করেন।”
বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, “দুপুর ১২টার দিকে খাইছড়া বাগানের ম্যানেজার ও স্থানীরা আমাকে ফোন দিয়ে জানান বাগানে একটা অজগর সাপ দেখা গেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করি।”
লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, “উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে আছে। আমাদের দায়িত্বে সাপটি পর্যর্বেক্ষণে রাখা হয়েছে। পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। পাশাপাশি বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।” এ সময় সাপ দেখলে পিটিয়ে না মারারও অনুরোধ জানান তিনি।
ঢাকা/আজিজ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র অজগর স প ফ উন ড উদ য ন খ ইছড়
এছাড়াও পড়ুন:
চতুর্থ দিনের খেলা শুরু
:: সংক্ষিপ্ত স্কোর || চতুর্থ দিন ::
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ (১৪১.১ ওভারে)
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫/১০ (৮৮.৩ ওভারে)
বাংলাদেশ ২য় ইনিংস: ১৭১/১ (৩৯.৫ ওভারে)
লিড: ৩৮২ রান।
আরো পড়ুন:
আল্লাহ ৭০০ উইকেট যদি দেয়, আমি নিতে রাজি আছি: তাইজুল
প্রথমে ভূমিকম্প বুঝতে পারিনি, পরে আতঙ্ক কাজ করেছে: তাইজুল
ঢাকা/আমিনুল