রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাব-২–এর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।

আজ রোববার দুপুরে র‍্যাব-২–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু গণমাধ্যমকে এ তথ্য জানান।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ ও সেনাবাহিনীর একটি যৌথ দল জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি সামুরাই এবং ৪ কেজি ৯৬৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনোয়ার হোসেন (২৪), আবিদ হোসেন (৩২), নুর ইসলাম (২০), বন্যা (৩৬), আ.

লতিফ (৫০), আলমগীর (৪০), বুলু (২১), ফিরোজ (২৬), আলামিন (২০), ভুট্টু (৫০), আসলাম (১৬), জাফর (৪০), তাজউদ্দিন (৪০), মাসুম (৩৮), জাবেদ (৪১), মুরাদ (১৮) ও বাবু (৩১)।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে ওয়েস্টার্ন মেরিন

পুঁজিবাজারে বিবিধখাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) থেকে লোকসানে নেমেছে।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০১) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৪ টাকা। ফলে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১.১২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১.০৩ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমরেয় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৪৮ টাকা।

সম্পর্কিত নিবন্ধ