বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হল আজ। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে।
নির্বাচন কমিশনের সহকারী মামুনুর রাশিদ ভেন্যু থেকে বেরিয়ে জানিয়েছেন, ‘’আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ। গননার পর জানা যাবে কতজন ভোট দিয়েছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ফল ঘোষণার সময় আছে।’’
আরো পড়ুন:
আ.
‘ফাঁকা মাঠে গোল’ আমিনুল-ফাহিমের, বললেন, ‘ক্রিকেটের স্বার্থে আছি’
উত্তাপহীন গেল এবারের নির্বাচন। নির্বাচনে হেভিওয়েট অনেক প্রার্থী সরে যাওয়াতে ফাঁকা মাঠে গোল দিচ্ছেন অনেকে। জেলা-বিভাগ থেকে ১০ পরিচালকের ৮ জনই বলতে গেলে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। ক্লাব ক্যাটাগরি থেকে কারা আসবেন, সেটিও আগেই মোটামুটি ঠিকঠাক।
শুধু ক্যাটাগরি–৩–এর নির্বাচনে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালের মধ্যে লড়াই হয়েছে তীব্র।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৬ জন। সরাসরি ভোট দেয়ার কথা ৯৮ জন। ই-ব্যালটে ৫৮ জন। তবে জানা গেছে ক্যাটাগরি-২ থেকে ৭৬ জন ভোটারদের মধ্যে ভোট দিয়েছেন ৪৩ জন। ক্যাটাগরি-৩ থেকে ৪৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৪ জন।
বিসিবির পরিচালক হবেন মোট ২৫ জন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। বাকি ২৩ জন পরিচালককে নির্বাচিত করবেন কাউন্সিলররা। পরিচালক নির্বাচনের পর পরিচালকদের ভোটে নির্বাচিত হবে বিসিবি সভাপতি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ ট গ রহণ শ ষ
এছাড়াও পড়ুন:
বাসচাপায় পথচারী নিহত, প্রতিবাদে চালক-হেলপারকে গণপিটুনি
নারায়ণগঞ্জে বাসচাপায় মোজাম্মেল হক (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। পথচারীকে চাপা দেওয়ার প্রতিবাদে বাসের চালক ও তার সহকারীকি গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনত।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক জেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে।
আরো পড়ুন:
নাটোরে নিহত ৩ জনের পরিচয় মিলেছে
নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
আহতরা হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বসতগাঁও এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে আনিসুর রহমান (৩৮) ও জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার তমিজউদদীন প্রামাণিকের ছেলে রানা বাবু (৪০)। তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘‘নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাস পথচারী মোজাম্মেল হককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসটি দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুই জন আহত হন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বাসচালক রুবেল (২৪) ও তার সহকারী নাঈম শেখকে (২৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।’’
ঢাকা/অনিক/রাজীব