বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হল আজ। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে।
নির্বাচন কমিশনের সহকারী মামুনুর রাশিদ ভেন্যু থেকে বেরিয়ে জানিয়েছেন, ‘’আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ। গননার পর জানা যাবে কতজন ভোট দিয়েছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ফল ঘোষণার সময় আছে।’’
আরো পড়ুন:
আ.
‘ফাঁকা মাঠে গোল’ আমিনুল-ফাহিমের, বললেন, ‘ক্রিকেটের স্বার্থে আছি’
উত্তাপহীন গেল এবারের নির্বাচন। নির্বাচনে হেভিওয়েট অনেক প্রার্থী সরে যাওয়াতে ফাঁকা মাঠে গোল দিচ্ছেন অনেকে। জেলা-বিভাগ থেকে ১০ পরিচালকের ৮ জনই বলতে গেলে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। ক্লাব ক্যাটাগরি থেকে কারা আসবেন, সেটিও আগেই মোটামুটি ঠিকঠাক।
শুধু ক্যাটাগরি–৩–এর নির্বাচনে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালের মধ্যে লড়াই হয়েছে তীব্র।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৬ জন। সরাসরি ভোট দেয়ার কথা ৯৮ জন। ই-ব্যালটে ৫৮ জন। তবে জানা গেছে ক্যাটাগরি-২ থেকে ৭৬ জন ভোটারদের মধ্যে ভোট দিয়েছেন ৪৩ জন। ক্যাটাগরি-৩ থেকে ৪৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৪ জন।
বিসিবির পরিচালক হবেন মোট ২৫ জন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। বাকি ২৩ জন পরিচালককে নির্বাচিত করবেন কাউন্সিলররা। পরিচালক নির্বাচনের পর পরিচালকদের ভোটে নির্বাচিত হবে বিসিবি সভাপতি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ ট গ রহণ শ ষ
এছাড়াও পড়ুন:
অবিশ্বাস্য নাটকীয়তার ফাইনালে সুপার ওভারে হারলো বাংলাদেশ ‘এ’, পাকিস্তান শাহীনস চ্যাম্পিয়ন
উত্তেজনা, নাটকীয়তা, রোমাঞ্চ, নখ কামড়ানো একেকটি মুহুর্ত, একেকটি বল। হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। পেণ্ডুলামের মতো ঝুলতে থাকা ফাইনাল ম্যাচে কখনো পাকিস্তান শাহীনসের মুখে হাসি। আবার কখনো হাসে বাংলাদেশ ‘এ’। সব সীমা অতিক্রম করে, চরম নাটকীয়তা শেষে ইতিহাসের পাতায় পাকিস্তান শাহীনস।
দোহায় এশিয়া কাপ রাইর্জিং স্টারসের ফাইনাল ম্যাচ। নির্ধারিত ২০ ওভারের ম্যাচে কেউ কাউকে হারাতে পারে না। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পাকিস্তান শাহীনস কাছে ম্যাচ হেরে শিরোপা হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
মূল ম্যাচে পাকিস্তান শাহীনস আগে ব্যাটিং করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ৯৬ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ পাকিস্তান শাহীনসের নিয়ন্ত্রণে। কিন্তু দশম উইকেটে সাকলায়েন আহমেদ ও রিপন মণ্ডল সব এলোমেলো করে দেন। রুদ্ধশ্বাস ব্যাটিংয়ে ২৯ রানের জুটি গড়ে ম্যাচ নিয়ে যান সুপার ওভারে।
কিন্তু সুপার ওভারে প্রথমে সাকলায়েন ও পরে জিসান আলম আউট হলে বাংলাদেশ ৩ বলেই গুটিয়ে যায়। স্কোরবোর্ডে রান মাত্র ৬। পাকিস্তান সাদ মাসুদের বাউন্ডারিতে ২ বল আগেই জিতে নেয় সুপার ওভার। তাতে তৃতীয়বারের মতো নিশ্চিত করে প্রতিযোগিতার শিরোপা।
বিস্তারিত আসছে …
ঢাকা/ইয়াসিন