ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত আয়েশা ক্লথিং লিমিটেড নামে পোশাক কারাখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং সেনা সদস্যদের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে পানি সংকটে আগুনে নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কারখানার দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়া শিল্প এলাকার বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন:

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

টঙ্গীতে কাপড়ের কারখানায় অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পলমল গ্রুপের আয়েশা ক্লথিং লিমিটেড পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস সংবাদ পায় ১২ টা ১৯ মিনিটে। ১২ টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানিয়েছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে আগুন কমে আসে। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর আসে। প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। এরপর আগুন বাড়তে থাকায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যোগ দেয়। 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাশাপাশি সেনা সদস্যরা কাজ শুরু করেন বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস জোন-৪ এর উপপরিচালক আলাউদ্দিন বলেন, “শুধু দোতলায় আগুন লাগে। নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ৪টা ২৭ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ হয়।’’ অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।   

উপপরিচালক আলাউদ্দিন আরো বলেন, ‘‘ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি।’’ 

আগুন নেভাতে পানি সংকট
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী একটি পোশাক কারখানা ও একটি পুকুর থেকে পানির ব্যবস্থা করা হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, “ডিইপিজেড ফায়ার সার্ভিস ওই কারখানায় আগুনের খবর পায় ১২ টা ১৯ মিনিটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে।”

দুপুরে ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, “এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি, জিরাবো ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট নয়টি ইউনিট কাজ করছে। আট তলা কারখানা ভবনের দ্বিতীয় তলায় ওয়‍্যারহাউজে আগুন লেগেছে। প্রচুর ধোয়া ও তাপ এখানে। আমরা চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে নিতে। তবে আরো সময় লাগবে। বিস্তারিত পরে জানানো হবে।”

সড়কে যান চলাচল ব্যাহত
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উৎসুক জনতা ভিড় করায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর সোয়া ১২টা থেকে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। ৪টার দিকে যান চলাচল শুরু হয়। সড়ক দিয়ে চলাচলরত গাড়ি দীর্ঘ তিন ঘণ্টা ধরে একই স্থানে আটকে ছিল।   

সড়কে গিয়ে দেখা যায়, সড়কটির এক পাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি রাখা হয়েছে। অপর পাশে উৎসুক জনতার ভিড় করে সড়কটি বন্ধ করে রেখেছে। প্রায় চার ঘন্টা ধরে সড়কটি দিয়ে গাড়ি চলাচল বন্ধ ছিল বলে জানান পরিবহন চালকেরা।  

স্মার্ট পরিবহনের চালক আল-আমিন বলেন, ‘‘বাইপাইল থেকে ১২টার দিকে গাড়ি ছেড়ে জামগড়ার কাছাকাছি আসলে যানজটের কবলে পড়ি। পরে গাড়ি নিয়ে আর সামনের দিকে যাওয়া সম্ভব হয়নি। পরে শুনি কারখানায় আগুন লেগেছে। উৎসুক জনতা ভিড় করে সড়ক বন্ধ করে দেয়।’’ 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘‘সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল না। মূলত বাইপাইল থেকে কোনো যানবাহন যেতে দেওয়া হয়নি, যাতে ফায়ার সার্ভিস নির্বিঘ্নে কাজ করতে পারে।’’
 

ঢাকা/সাব্বির/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন খবর প য় ন বল ন আগ ন র য় আগ ন

এছাড়াও পড়ুন:

চতুর্থ দিনের খেলা শুরু

:: সংক্ষিপ্ত স্কোর || চতুর্থ দিন ::
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ (১৪১.১ ওভারে)
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫/১০ (৮৮.৩ ওভারে)
বাংলাদেশ ২য় ইনিংস: ১৭১/১ (৩৯.৫ ওভারে)
লিড: ৩৮২ রান। 

 

আরো পড়ুন:

আল্লাহ ৭০০ উইকেট যদি দেয়, আমি নিতে রাজি আছি: তাইজুল

প্রথমে ভূমিকম্প বুঝতে পারিনি, পরে আতঙ্ক কাজ করেছে: তাইজুল

 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ