নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে বিজয়ী হয়েছে ২৭টি দল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত অনলাইন এ হ্যাকাথন প্রতিযোগিতা গত শুক্রবার শুরু হয়। টানা ৩৬ ঘণ্টার এ প্রতিযোগিতায় ঢাকার পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেটের শিক্ষার্থীরা অংশ নেন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ী দলগুলোর নাম জানিয়েছে প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

প্রতিযোগিতায় ঢাকা অঞ্চলে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে ক্রোনজ, অ্যাস্ট্রো-৪ ও স্পেস কিটি দল। ঢাকার বাইরে বরিশাল অঞ্চলে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে পোলারিস, সিরিয়াস ও টিম লেনিয়াকি দল। চট্টগ্রাম অঞ্চলে এক্সোভিশনারিস, কুয়েট মঙ্গলচারী ও মেটিওর গার্ডিয়েন্স, কুমিল্লা অঞ্চলে নো ম্যাডস, কুয়েন্টিসেন্স মাইনাস ইনফিনিটি ও ইকিলিপজড, খুলনা অঞ্চলে ওয়াসিস, অ্যাটলাস ও অব্লিভাইট, ময়মনসিংহ অঞ্চলে নিউ বাইস, সফট স্যাসি ও অ্যাস্ট্রা ফাইন্ড, রংপুর অঞ্চলে ফাঁকিবাজ, স্পেস স্কোয়াড ও এস্পেক্ট্রা, রাজশাহী অঞ্চলে মাইনাস ওয়ান, অরা ও টেরা ফার্ম এবং সিলেট অঞ্চলে কোড ক্রাকার্স, এআইবিএ স্পেস ওয়েভ ও টিম উল্কা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা ১২ বারের মতো নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) পৃষ্ঠপোষকতায় এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় এ বছর প্রায় ৫০০ প্রকল্প জমা দিয়েছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ২০১৮ সালে নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে ‘বেস্ট ইউজ অব ডেটা’ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘অলীক’। ২০২১ সালে ‘বেস্ট মিশন কনসেপ্ট’ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া দল ‘মহাকাশ’। ২০২২ সালে ‘মোস্ট ইন্সপিরেশনাল’ বিভাগে চ্যাম্পিয়ন হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ডায়মন্ডস’ দল। ২০২৩ সালে ‘বেস্ট স্টোরিটেলিং’ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘ভয়েজার্স’।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অ্যান্ড্রয়েড থেকে এখন আইফোনে ফাইল পাঠানো যাবে

দীর্ঘদিনের অপেক্ষার পর অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সরাসরি ফাইল পাঠানোর সুবিধা আনছে গুগল। কুইক শেয়ারের সাম্প্রতিক হালনাগাদে প্রথমবারের মতো অ্যাপলের ‘এয়ারড্রপ’–সমর্থন যুক্ত হয়েছে। ফলে দুই ভিন্ন প্ল্যাটফর্মের ডিভাইসের মধ্যেও এখন সহজেই ফাইল আদান–প্রদান করা যাবে। গুগল জানিয়েছে, এই সুবিধা ব্যবহার করতে আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপ, ক্লাউডে আপলোড বা অন্য কোনো উপায়ের সাহায্য নিতে হবে না।

হালনাগাদ কুইক শেয়ার এখন আশপাশের এয়ারড্রপ–সমর্থিত যন্ত্র শনাক্ত করতে পারবে। পিক্সেল ১০ সিরিজের ফোন থেকে আইফোন, আইপ্যাড বা ম্যাক কম্পিউটারকে এখন শেয়ারের জন্য বেছে নেওয়া যাবে। তবে এ সুবিধা কাজে লাগাতে আইফোন ব্যবহারকারীকে এয়ারড্রপের অ্যাকসেসিবিলিটি ‘এভরিওয়ান ফর টেন মিনিটস’ অবস্থায় চালু রাখতে হবে। এরপর সাধারণ নিয়মে ফাইল পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। পাঠানোর জন্য ফাইল নির্বাচন করে কুইক শেয়ার চালু করলে কাছাকাছি থাকা অ্যাপল যন্ত্রের তালিকা দেখা যাবে। প্রাপক যন্ত্রে অনুমোদন দেওয়ার পর ফাইল স্থানান্তর সম্পন্ন হবে।

ছবি, ভিডিও বা নথি—সব ধরনের ফাইল সার্ভার ছাড়াই সরাসরি যন্ত্র থেকে যন্ত্রে যাবে, ফলে কোনো তথ্য সংরক্ষিত থাকবে না। প্রথম ধাপে সুবিধাটি কেবল গুগলের পিক্সেল ১০ সিরিজের জন্য চালু হয়েছে। তালিকায় রয়েছে পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড।

গুগল জানিয়েছে, শিগগিরই অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও এই সুবিধা দেওয়া হবে। অবশ্য কুইক শেয়ার সক্রিয় করতে কখনো কখনো এক্সটেনশনটি ম্যানুয়ালি হালনাগাদ করতে হতে পারে। গুগলের নির্দেশনা অনুযায়ী, প্রয়োজন হলে ব্যবহারকারীকে সেটিংসে গিয়ে এক্সটেনশনটি আপডেট করতে হবে।

সূত্র: টেক্লুসিভ ডটকম

সম্পর্কিত নিবন্ধ