আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য (এমপি) হওয়ার বা থাকার যোগ্য হবেন না বলে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে সোমবার (৬ অক্টোবর) এ বিধানের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আইসিটিতে অভিযুক্ত ব্যক্তিকে প্রজাতন্ত্রের কোনো চাকরি বা সরকারি পদে নিয়োগের জন্যও অযোগ্য হিসেবে গণ্য করা হবে।

আরো পড়ুন:

হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান

বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে গণস্বাক্ষর

অভিযুক্ত ব্যক্তি কেবল সংসদ সদস্য পদের জন্যই নন, বরং স্থানীয় সরকার সংস্থার সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবেও নির্বাচিত বা নিয়োগ পাওয়ার যোগ্যতা হারাবেন বলে এতে উল্লেখ করা হয়।

তবে প্রজ্ঞাপনে একটি ব্যতিক্রম রাখা হয়েছে। যদি কোনো অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি পান বা খালাসপ্রাপ্ত হন, তাহলে তার ক্ষেত্রে এই অযোগ্যতার বিধান প্রযোজ্য হবে না।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

অ্যান্ড্রয়েড থেকে এখন আইফোনে ফাইল পাঠানো যাবে

দীর্ঘদিনের অপেক্ষার পর অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সরাসরি ফাইল পাঠানোর সুবিধা আনছে গুগল। কুইক শেয়ারের সাম্প্রতিক হালনাগাদে প্রথমবারের মতো অ্যাপলের ‘এয়ারড্রপ’–সমর্থন যুক্ত হয়েছে। ফলে দুই ভিন্ন প্ল্যাটফর্মের ডিভাইসের মধ্যেও এখন সহজেই ফাইল আদান–প্রদান করা যাবে। গুগল জানিয়েছে, এই সুবিধা ব্যবহার করতে আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপ, ক্লাউডে আপলোড বা অন্য কোনো উপায়ের সাহায্য নিতে হবে না।

হালনাগাদ কুইক শেয়ার এখন আশপাশের এয়ারড্রপ–সমর্থিত যন্ত্র শনাক্ত করতে পারবে। পিক্সেল ১০ সিরিজের ফোন থেকে আইফোন, আইপ্যাড বা ম্যাক কম্পিউটারকে এখন শেয়ারের জন্য বেছে নেওয়া যাবে। তবে এ সুবিধা কাজে লাগাতে আইফোন ব্যবহারকারীকে এয়ারড্রপের অ্যাকসেসিবিলিটি ‘এভরিওয়ান ফর টেন মিনিটস’ অবস্থায় চালু রাখতে হবে। এরপর সাধারণ নিয়মে ফাইল পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। পাঠানোর জন্য ফাইল নির্বাচন করে কুইক শেয়ার চালু করলে কাছাকাছি থাকা অ্যাপল যন্ত্রের তালিকা দেখা যাবে। প্রাপক যন্ত্রে অনুমোদন দেওয়ার পর ফাইল স্থানান্তর সম্পন্ন হবে।

ছবি, ভিডিও বা নথি—সব ধরনের ফাইল সার্ভার ছাড়াই সরাসরি যন্ত্র থেকে যন্ত্রে যাবে, ফলে কোনো তথ্য সংরক্ষিত থাকবে না। প্রথম ধাপে সুবিধাটি কেবল গুগলের পিক্সেল ১০ সিরিজের জন্য চালু হয়েছে। তালিকায় রয়েছে পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড।

গুগল জানিয়েছে, শিগগিরই অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও এই সুবিধা দেওয়া হবে। অবশ্য কুইক শেয়ার সক্রিয় করতে কখনো কখনো এক্সটেনশনটি ম্যানুয়ালি হালনাগাদ করতে হতে পারে। গুগলের নির্দেশনা অনুযায়ী, প্রয়োজন হলে ব্যবহারকারীকে সেটিংসে গিয়ে এক্সটেনশনটি আপডেট করতে হবে।

সূত্র: টেক্লুসিভ ডটকম

সম্পর্কিত নিবন্ধ