বরগুনার তালতলী উপজেলা মৎস্য অফিসের মাঠ সহায়ক আবুল কাসেম রিঙ্কু ও তার বাবা উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জলিল ফকিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে ইলিশ শিকারের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দিনগত রাতে ট্রলার থেকে ইলিশ আড়তে মজুদের সময় স্থানীয়রা ধরে ফেলে। 

আরো পড়ুন: মৎস্য অফিসে কর্মরত ছেলে ও আ.

লীগ নেতার ইলিশ শিকার

আরো পড়ুন:

মৎস্য অফিসে কর্মরত ছেলে ও আ.লীগ নেতার ইলিশ শিকার

মা ইলিশ রক্ষায় বরিশালে অভিযান শুরু

এ নিয়ে সোমবার (৬ অক্টোবর) জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকম-এ ‘মৎস্য অফিসে কর্মরত ছেলে ও আ.লীগ নেতার ইলিশ শিকার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। 

সোমবার (৬ অক্টোবর) রাতে তালতলী উপজেলা প্রশাসন এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। 

উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াসকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটির অন্য দুই সদস্য হলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব চন্দ্র সাহা।  

তাদের স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে তদন্ত করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনুজ্জামান খান তদন্ত কমিটি গঠনের আদেশে স্বাক্ষর করেছেন। 

উপজেলা নিবার্হী কর্মকর্তা রোকনুজ্জামান খান রাইজিংবিডিকে বলেন, ‘‘প্রকাশিত সংবাদ নজরে আসার পর আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’ 

উপজেলার সোনাকাটা গ্রামের বাসিন্দা উপজেলা মৎস্য অফিসের মাঠ সহায়ক আবুল কাসেম রিঙ্কু ও তার বাবা উপজেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক জলিল ফকিরের দুটি ট্রলার সরকারি নির্শেনা অমান্য করে নিষেধাজ্ঞার আগের দিন শুক্রবার (৩ অক্টোবর) রাতে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ইলিশ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে যায়।

ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোরব থেকে দেশের নদী-সমুদ্রে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, কেনাবেচা বন্ধ থাকবে। 

রবিবার (৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে ইলিশ মাছ নিয়ে ওই ট্রলার দুটি ফকিরহাট মৎস্য অবতরণ ঘাটে আসে। পরে ট্রলারের লোকজন ইলিশ মাছ ড্রামে ও বস্তায় ভরে রিঙ্কুর মৎস্য আড়তে রাখেন। স্থানীয় জেলে আমির হোসেন ও রুবেল উপজেলা মৎস্য অফিসের মাঠ সহায়ক রিঙ্কুর আড়তে বস্তায় ভরে রাখা ইলিশ মাছ আটক করে। 

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তার সাড়া মেলেনি। পরে রাতে আড়ত থেকে ম্যানেজার আল আমিন, জলিল ফকির ও রিঙ্কু ইলিশ সরিয়ে ফেলেন।   

ঢাকা/ইমরান/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত গঠন কর উপজ ল

এছাড়াও পড়ুন:

জামালের হ্যাটট্রিকে আবারও ঢাকার পথে রাবি

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরে রাজশাহী অঞ্চল থেকে এবারও চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল পড়ন্ত বিকেলে আঞ্চলিক ফাইনালে রাবির সামনে দাঁড়াতেই পারেনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। ৬-০ গোলের বিশাল জয়ে উৎসবে মেতে উঠেছিলেন রাবির খেলোয়াড় ও কর্মকর্তারা।

এই আনন্দের মধ্যমণি ছিলেন স্ট্রাইকার জামাল উদ্দিন—হ্যাটট্রিক করেছেন। ম্যাচসেরা বেছে নিতে তাই অন্য কারও নাম ভাবতেই হয়নি। এবারের টুর্নামেন্টের ১১তম ম্যাচে প্রথম হ্যাটট্রিক হলো। নিজের হ্যাটট্রিক আর দলের চূড়ান্ত পর্বে ওঠার জোড়া আনন্দে জামাল চোখ রাখছেন আরও সামনে, ‘গতবার আমরা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলাম, তবে এবার রাজশাহীতে কাপ আনার লক্ষ্য আমাদের।’

আগামী ৭-৮ ডিসেম্বর ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হবে চূড়ান্ত পর্ব বা কোয়ার্টার ফাইনাল, যেখানে খেলবে রাবি। কোয়ার্টার ফাইনালে খেলবে চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটিও। চট্টগ্রাম অঞ্চল থেকে চূড়ান্ত পর্বে উঠেছে এই দুই বিশ্ববিদ্যালয়। কোয়ার্টার ফাইনালের বাকি পাঁচ দলের নাম জানা যাবে খুলনা ও ঢাকা পর্ব শেষে। খুলনা পর্ব আগামীকাল। এরপর ২৮ নভেম্বর থেকে ঢাকা পর্ব।

আরও পড়ুনরাজশাহী পর্বের বর্ণিল উদ্বোধন করলেন এমিলি৮ ঘণ্টা আগে

আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার পথে রাবি গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারায়। ম্যাচসেরা হন দলের ফরোয়ার্ড ও সহ–অধিনায়ক সুমন হাসান সবুজ। এর আগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আঞ্চলিক ফাইনালে ওঠার পথে দিনের প্রথম ম্যাচে সহজেই আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৪-০ গোলে উড়িয়ে দেয়, যেখানে ম্যাচসেরা হন মিডফিল্ডার ও দলের অধিনায়ক এস এম তুষার আহমেদ রাজ।

হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামাল উদ্দিন

সম্পর্কিত নিবন্ধ