‘এই জীবনের জন্য শেষ, কিন্তু আমরা আবার এক হব’, জুবিনকে নিয়ে স্ত্রী
Published: 7th, October 2025 GMT
প্রয়াত ভারতীয় গায়ক জুবিন গার্গকে নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী গারিমা গার্গ। ইনস্টাগ্রামে দুজনের এক পুরোনো মুহূর্তের ছবি শেয়ার করে তিনি আবেগপূর্ণ বার্তা দিয়েছেন। গারিমার এই পোস্ট হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের।
ছবিতে জুবিনের চিবুক ধরে আদুরে ভঙ্গিতে বসে থাকতে দেখা যায় গারিমাকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই জীবনের জন্য শেষ… কিন্তু আমরা আবার এক হব!’ পাশাপাশি পোস্টে তিনি #justiceforZubeenGarg হ্যাশট্যাগ দিয়েছেন।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গার্গের। প্রাথমিকভাবে বলা হয়েছিল যে জুবিন স্কুবা ডাইভিং করতে গিয়ে লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কেটে অচেতন হয়ে পড়েছিলেন। পরে তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও উত্সবের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করা হয়। জুবিনের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী দাবি করেছেন যে জুবিনকে হয়তো বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে এবং তা দুর্ঘটনার আড়ালে ঢাকার ষড়যন্ত্র করা হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২২ নভেম্বর ২০২৫)
৩য় ওয়ানডে
নিউজিল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ
সকাল ৭টা, টি স্পোর্টস
অ্যাশেজ: পার্থ টেস্ট-২য় দিনঅস্ট্রেলিয়া-ইংল্যান্ড
সকাল ৮টা ২০ মি., স্টার স্পোর্টস ১
মিরপুর টেস্ট-৪র্থ দিনবাংলাদেশ-আয়ারল্যান্ড
সকাল ৯টা ৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
আবুধাবি টি-টেনস্ট্যালিয়নস-রাইডার্স
বিকেল ৫টা ৩০ মি., টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১
ত্রিদেশীয় টি–টোয়েন্টিপাকিস্তান–শ্রীলঙ্কা
সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস
ইংলিশ প্রিমিয়ার লিগবার্নলি–চেলসি
সন্ধ্যা ৬টা ৩০ মি., স্টার স্পোর্টস ৩
লিভারপুল–নটিংহাম
রাত ৯টা, স্টার স্পোর্টস ৩
লিভারপুল–নটিংহাম
১১টা ৩০ মি., স্টার স্পোর্টস ৩
লা লিগাবার্সেলোনা–বিলবাও
৯টা ১৫ মি., বিগিনঅ্যাপ