রাষ্ট্রপতি দুই দিনের সফরে পাবনায়
Published: 8th, November 2025 GMT
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সফরে পাবনায় গেছেন। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে তিনি হেলিকপ্টারে পাবনায় পৌঁছান। এ সময় তাঁকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটি তাঁর পঞ্চম সফর।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানা গেছে, পাবনায় পৌঁছার পর সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। পরে শহরের কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মা–বাবার কবর জিয়ারত করেন। সেখান থেকে নিজ বাড়িতে অবস্থান করে নিকট আত্মীয় ও স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো.
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ষ ট রপত প বন য় গ রহণ
এছাড়াও পড়ুন:
ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে কলকাতায় চলচ্চিত্র উৎসব
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নন্দনের ধনধান্য অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন করে উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা, পরিচালক রমেশ সিপ্পি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও বর্ষীয়ান সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়, বাংলাদেশের উপরাষ্ট্রদূত শিকদার মহম্মদ আশরাফুর রহমান, প্রযোজক হাবিবুর রহমান খান। উদ্বোধনী দিনে দেখানো অদ্বৈত মল্লবর্মণ -এর উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘তিতাস একটি নদীর নাম'। উল্লেখ্য চলচ্চিত্রটি চ্যানেল আইয়ের আর্কাইভে সংরক্ষিত রয়েছে।
উদ্বোধনী মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেন দুই বরেণ্য শিল্পী—শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়কে।
১৩ নভেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। আয়োজক সূত্রে জানা গেছে, ৩৯টি দেশের মোট ২১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বিভিন্ন প্রেক্ষাগৃহে। এর মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্য ও ৩০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র। প্রদর্শিত হবে ভারতের কোঙ্কনি, বোরো, তুলু ও সাঁওতালি ভাষার ছবিও।
ঢাকা/রাহাত/লিপি