নির্বাচন পর্যবেক্ষকদের নতুন প্লাটফর্ম ‘ইলেকশন অবজারভার সোসাইটি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে। নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়া নির্বাচন পর্যবেক্ষক সংগঠনগুলোকে নিয়ে এই প্লাটফর্ম গঠন করা হয়েছে।  

শনিবার (৮ নভেম্বর) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নতুন প্লাটফর্মটির আত্মপ্রকাশের কথা জনানো হয়। হিউম্যান রিসোর্স কনসালটেন্ট ড.

আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মুল বক্তব্য উপস্থাপন করেন নির্বাচন অবজারভার সোসাইটির সভাপতি মো. ইকবাল হোসেন হিরা।

অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী সদস্যরা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি পরিবেশ, পর্যবেক্ষণ কাঠামো এবং নির্বাচন কমিশনের নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোর কেন্দ্রীয় প্লাটফর্ম হিসেবে ইলেকশন অবজারভার সোসাইটির ভূমিকা সম্পর্কে পরিকল্পনা তুলে ধরেন।

মো. ইকবাল হোসেন বলেন, ‘ইলেকশন অবজারভার সোসাইটি’ দেশে একটি নিরপেক্ষ, পেশাদার ও প্রযুক্তিনির্ভর নির্বাচন পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। যা জাতীয় ও স্থানীয় নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে।

তিনি বলেন,  “এবারের নির্বাচনে আমরা উল্লেখযোগ্য সংখ্যক ইমাম, খতিব, সনাতন ধর্মাবলম্বীসহ সমাজের সব স্টেকহোল্ডারদের নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করব।”

সংবাদ সম্মেলনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা মাঠপর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত পর্যবেক্ষক দল গঠন করছেন, যারা প্রতিটি নির্বাচনি এলাকার ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি ও ভোটার অংশগ্রহণ মূল্যায়নে কাজ করবে।

সভায় উপস্থিত নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়া সংগঠনগুলোর প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মো. ইকবাল হোসেন হিরাকে সভাপতি, মো. মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক ও শহীদুল ইসলামকে প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়। 

ঢাকা/নাজমুল/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ল টফর ম স গঠন

এছাড়াও পড়ুন:

ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ

নির্বাচন পর্যবেক্ষকদের নতুন প্লাটফর্ম ‘ইলেকশন অবজারভার সোসাইটি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে। নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়া নির্বাচন পর্যবেক্ষক সংগঠনগুলোকে নিয়ে এই প্লাটফর্ম গঠন করা হয়েছে।  

শনিবার (৮ নভেম্বর) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নতুন প্লাটফর্মটির আত্মপ্রকাশের কথা জনানো হয়। হিউম্যান রিসোর্স কনসালটেন্ট ড. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মুল বক্তব্য উপস্থাপন করেন নির্বাচন অবজারভার সোসাইটির সভাপতি মো. ইকবাল হোসেন হিরা।

অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী সদস্যরা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি পরিবেশ, পর্যবেক্ষণ কাঠামো এবং নির্বাচন কমিশনের নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোর কেন্দ্রীয় প্লাটফর্ম হিসেবে ইলেকশন অবজারভার সোসাইটির ভূমিকা সম্পর্কে পরিকল্পনা তুলে ধরেন।

মো. ইকবাল হোসেন বলেন, ‘ইলেকশন অবজারভার সোসাইটি’ দেশে একটি নিরপেক্ষ, পেশাদার ও প্রযুক্তিনির্ভর নির্বাচন পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। যা জাতীয় ও স্থানীয় নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে।

তিনি বলেন,  “এবারের নির্বাচনে আমরা উল্লেখযোগ্য সংখ্যক ইমাম, খতিব, সনাতন ধর্মাবলম্বীসহ সমাজের সব স্টেকহোল্ডারদের নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করব।”

সংবাদ সম্মেলনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা মাঠপর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত পর্যবেক্ষক দল গঠন করছেন, যারা প্রতিটি নির্বাচনি এলাকার ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি ও ভোটার অংশগ্রহণ মূল্যায়নে কাজ করবে।

সভায় উপস্থিত নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়া সংগঠনগুলোর প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মো. ইকবাল হোসেন হিরাকে সভাপতি, মো. মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক ও শহীদুল ইসলামকে প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়। 

ঢাকা/নাজমুল/ইভা 

সম্পর্কিত নিবন্ধ