চিত্রনায়িকা ও মডেল অর্চিতা স্পর্শিয়া শারীরিক জটিলতায় ভুগছেন। চোয়ালের নিচে ‘অ্যামেলোব্লাস্টোমা’ নামে বিরল ও অস্বাভাবিক টিউমার ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শে আজ (৭ অক্টোবর) অস্ত্রোপচার হবে। 

অসুস্থতার খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে স্পর্শিয়া লিখেছেন, “আমার অ্যামেলোব্লাস্টোমা ধরা পড়েছে। গত কয়েকদিন ধরে অপারেশনের আগে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। আজই আমার সার্জারি হওয়ার কথা।” 

আরো পড়ুন:

‘ভাইস প্রিন্সিপাল’ তারকা মারা গেছেন

রাজনীতি করতে গিয়ে প্রেমে পড়েন তারা!

তিনি আরো জানান, বর্তমানে তিনি বিশ্রামে আছেন এবং কারো সঙ্গে যোগাযোগ করার অবস্থায় নেই। কাজ সংক্রান্ত প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বার্তা দিতে অনুরোধ করেছেন। অস্ত্রোপচার শেষে শারীরিকভাবে সুস্থ বোধ করলেই উত্তর দেবেন তিনি। 

দোয়া চেয়ে পোস্টের শেষাংশে অভিনেত্রী লেখেন, “সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাই।” 

অসুস্থতার খবর জানানোর পর স্পর্শিয়ার সহকর্মী ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অভিনেতা রওনক হাসান লিখেছেন, “দ্রুত সুস্থ হয়ে ওঠো।” পরিচালক আরিক আনাম খান লেখেন, “শুভকামনা রইল, আল্লাহ যেন দ্রুত আরোগ্য দান করেন।” 

অসংখ্য ভক্তও সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করেছেন অভিনেত্রীর জন্য। একজন অনুরাগী লিখেছেন, “আল্লাহ যেন আপনার অস্ত্রোপচার সহজ ও সফল করেন, দ্রুত সুস্থ হওয়ার শক্তি দান করেন। আমিন।” 

বর্তমানে অর্চিতা স্পর্শিয়া চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। এর আগে ২০২২ সালেও অ্যাপেনডিসাইটিসের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল এই অভিনেত্রীকে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র স পর শ য়

এছাড়াও পড়ুন:

চতুর্থ দিনের খেলা শুরু

:: সংক্ষিপ্ত স্কোর || চতুর্থ দিন ::
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ (১৪১.১ ওভারে)
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫/১০ (৮৮.৩ ওভারে)
বাংলাদেশ ২য় ইনিংস: ১৭১/১ (৩৯.৫ ওভারে)
লিড: ৩৮২ রান। 

 

আরো পড়ুন:

আল্লাহ ৭০০ উইকেট যদি দেয়, আমি নিতে রাজি আছি: তাইজুল

প্রথমে ভূমিকম্প বুঝতে পারিনি, পরে আতঙ্ক কাজ করেছে: তাইজুল

 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ