জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে মামলাটি করেন।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের নামে ৬টি ব্যাংকের ৮টি হিসাবে মোট ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৫৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এর মধ্যে ১২ কোটি ৮৯ লাখ ১ হাজার ১৪৪ টাকা জমা এবং ১২ কোটি ৭০ লাখ ৫০৯ টাকা উত্তোলন করা হয়েছে।

দুদকের মহাপরিচালক বলেন, এই অর্থ লেনদেনের ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

দুদক বলছে, উবায়দুল মোকতাদির চৌধুরীর মোট বৈধ সম্পদের পরিমাণ ৩ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৯৬ টাকা। আর তাঁর জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত সম্পদের পরিমাণ ২ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকা।

এদিকে উবায়দুল মোকতাদিরের স্ত্রী ফাহিমা খাতুন, সাবেক মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিরুদ্ধেও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকার সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। ফাহিমা খাতুনের নামে–বেনামে আরও সম্পদ থাকতে পারে বলে সন্দেহ করছে দুদক। তাই তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুদক।

উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে কারাগারে বন্দী আছেন তিনি। উবায়দুল মোকতাদিরের বিরুদ্ধে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অ্যান্ড্রয়েড থেকে এখন আইফোনে ফাইল পাঠানো যাবে

দীর্ঘদিনের অপেক্ষার পর অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সরাসরি ফাইল পাঠানোর সুবিধা আনছে গুগল। কুইক শেয়ারের সাম্প্রতিক হালনাগাদে প্রথমবারের মতো অ্যাপলের ‘এয়ারড্রপ’–সমর্থন যুক্ত হয়েছে। ফলে দুই ভিন্ন প্ল্যাটফর্মের ডিভাইসের মধ্যেও এখন সহজেই ফাইল আদান–প্রদান করা যাবে। গুগল জানিয়েছে, এই সুবিধা ব্যবহার করতে আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপ, ক্লাউডে আপলোড বা অন্য কোনো উপায়ের সাহায্য নিতে হবে না।

হালনাগাদ কুইক শেয়ার এখন আশপাশের এয়ারড্রপ–সমর্থিত যন্ত্র শনাক্ত করতে পারবে। পিক্সেল ১০ সিরিজের ফোন থেকে আইফোন, আইপ্যাড বা ম্যাক কম্পিউটারকে এখন শেয়ারের জন্য বেছে নেওয়া যাবে। তবে এ সুবিধা কাজে লাগাতে আইফোন ব্যবহারকারীকে এয়ারড্রপের অ্যাকসেসিবিলিটি ‘এভরিওয়ান ফর টেন মিনিটস’ অবস্থায় চালু রাখতে হবে। এরপর সাধারণ নিয়মে ফাইল পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। পাঠানোর জন্য ফাইল নির্বাচন করে কুইক শেয়ার চালু করলে কাছাকাছি থাকা অ্যাপল যন্ত্রের তালিকা দেখা যাবে। প্রাপক যন্ত্রে অনুমোদন দেওয়ার পর ফাইল স্থানান্তর সম্পন্ন হবে।

ছবি, ভিডিও বা নথি—সব ধরনের ফাইল সার্ভার ছাড়াই সরাসরি যন্ত্র থেকে যন্ত্রে যাবে, ফলে কোনো তথ্য সংরক্ষিত থাকবে না। প্রথম ধাপে সুবিধাটি কেবল গুগলের পিক্সেল ১০ সিরিজের জন্য চালু হয়েছে। তালিকায় রয়েছে পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড।

গুগল জানিয়েছে, শিগগিরই অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও এই সুবিধা দেওয়া হবে। অবশ্য কুইক শেয়ার সক্রিয় করতে কখনো কখনো এক্সটেনশনটি ম্যানুয়ালি হালনাগাদ করতে হতে পারে। গুগলের নির্দেশনা অনুযায়ী, প্রয়োজন হলে ব্যবহারকারীকে সেটিংসে গিয়ে এক্সটেনশনটি আপডেট করতে হবে।

সূত্র: টেক্লুসিভ ডটকম

সম্পর্কিত নিবন্ধ