জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের পথে আবারো জটিলতা দেখা দিয়েছে।

আগামীকাল বুধবার (৮ অক্টোবর) নির্বাচন কমিশন গঠনের ঘোষণা থাকলেও এখনো জকসুর আইন পাস না হওয়ায় নির্ধারিত সময়ে তা করা সম্ভব হচ্ছে না। এর পরিবর্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো পড়ুন:

ধর্ম অবমাননার বিচারে নতুন আইন দাবি জবি শিক্ষার্থীদের

জবিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ‘নিয়ন্ত্রণের শেকল’

মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, “জকসু আইন এখনো পাস হয়নি। তাই নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। তবে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির কাজ চালিয়ে যেতে আমরা একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছি।”

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

কমিটির অন্য সদস্যরা হলেন, আইন বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কানিজ ফাতেমা কাকলী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জকসু বিধি পাস না হওয়া পর্যন্ত এই কমিটিই নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাস হওয়া জকসু বিধিমালা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে শিগগিরই একটি কমিটি গঠন করে আইন চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, আগামী ১৫ দিনের মধ্যেই আইন পাস হয়ে আসবে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছিল। রোডম্যাপ অনুযায়ী, ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন এবং ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আইন পাসে বিলম্ব হওয়ায় এই সময়সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে।

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জকস জকস আইন প স গঠন কর সদস য

এছাড়াও পড়ুন:

এক সেকেন্ডের ব্যবধানে ২ বার ভূমিকম্প: আবহাওয়া অধিদপ্তর

দুই দিনে টানা তৃতীয়বারের মতো দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবশেষ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে ২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে প্রথম ভূ-কম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে। মাত্রা ছিল ৩ দশমিক ৭। এরপর ফের সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূ-কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদীতে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

আরো পড়ুন:

ভূমিকম্প আতঙ্ক: রবিবার বন্ধ থাকবে ঢাবি

‘মধুপুর ফল্টের কারণে ঢাকা উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে’

শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও দেশে ভূমিকম্প অনুভূত হয়। মৃদু ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩।

শুক্রবার (২১ নভেম্বর) দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূ-কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।

শুক্রবারের মাঝারি মানের ওই ভূমিকম্পে এখন পর্যন্ত সারা দেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ