জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের পথে আবারো জটিলতা দেখা দিয়েছে।

আগামীকাল বুধবার (৮ অক্টোবর) নির্বাচন কমিশন গঠনের ঘোষণা থাকলেও এখনো জকসুর আইন পাস না হওয়ায় নির্ধারিত সময়ে তা করা সম্ভব হচ্ছে না। এর পরিবর্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো পড়ুন:

ধর্ম অবমাননার বিচারে নতুন আইন দাবি জবি শিক্ষার্থীদের

জবিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ‘নিয়ন্ত্রণের শেকল’

মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, “জকসু আইন এখনো পাস হয়নি। তাই নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। তবে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির কাজ চালিয়ে যেতে আমরা একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছি।”

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

কমিটির অন্য সদস্যরা হলেন, আইন বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কানিজ ফাতেমা কাকলী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জকসু বিধি পাস না হওয়া পর্যন্ত এই কমিটিই নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাস হওয়া জকসু বিধিমালা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে শিগগিরই একটি কমিটি গঠন করে আইন চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, আগামী ১৫ দিনের মধ্যেই আইন পাস হয়ে আসবে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছিল। রোডম্যাপ অনুযায়ী, ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন এবং ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আইন পাসে বিলম্ব হওয়ায় এই সময়সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে।

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জকস জকস আইন প স গঠন কর সদস য

এছাড়াও পড়ুন:

অর্থহীনের অ্যালবামে সুমনের পুত্র আহনাফ

প্রায় তিন বছর পর অ্যালবাম প্রকাশের ঘোষণা দিল অর্থহীন। গতকাল সকালে ঢাকার এক রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে ব্যান্ডটি জানিয়েছে, ১৭ অক্টোবর প্রকাশিত হবে ফিনিক্সের ডায়েরি ২। ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাবে। এর মধ্যে ২ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়েছে অ্যালবামের প্রথম গান ‘উন্মাদ’।

সংবাদ সম্মেলনে ব্যান্ডের প্রতিষ্ঠাতা, বেজ গিটারিস্ট, ভোকালিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন বলেন, ‘গানগুলো শুধু আগের শ্রোতারাই পছন্দ করবে—এমন নয়; জেন–জি, জেন–আলফা বা পরবর্তী প্রজন্মের কাছেও এর আকর্ষণ থাকবে।’

অর্থহীন জানিয়েছে, অ্যালবামটিতে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে। আগের অ্যালবামের তুলনায় এটি আরও বেশি সমৃদ্ধ।

অ্যালবামটি সংগীত পরিচালক ও শিল্পী এ কে রাতুলকে উৎসর্গ করা হয়েছে। এতে গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি, স্যাক্সোফোন প্লেয়ার বব ফ্র্যাঙ্কেসচিনি, বেজ গিটারিস্ট বাবি লুইস ও ‘বেজবাবা’ সুমনের পুত্র আহনাফের সঙ্গে কোলাবরেশন করেছে অর্থহীন।

সংবাদ সম্মেলনে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে ব্যান্ডের বাকি দুই সদস্য ড্রামার মার্ক ডন ও গিটারের এহতেশাম আলী উপস্থিত ছিলেন

সম্পর্কিত নিবন্ধ