ইংল্যান্ডের ব্যাটাররা একটা করে বল বাউন্ডারি পার করছেন, মাঠে বাংলাদেশের ক্রিকেটারদের মুখগুলো মলিন হচ্ছে। প্রতিটা বাউন্ডারিতেই যে বাংলাদেশের জয়ের স্বপ্ন একটু একটু করে ধূসর হয়ে গেছে। গুয়াহাটিতে শেষ পর্যন্ত বাংলাদেশের ড্রেসিংরুমে রাতের আঁধার নামিয়ে দিয়ে ইংল্যান্ডকে জয়ের হাসি এনে দিয়েছেন হিদার নাইট।

নাইটের অভিজ্ঞতার কাছেই আসলে হেরে গেছে বাংলাদেশ—এমনটা বললে ভুল হবে না। ৩৪ বছরের নাইট একাই খেলেছেন ১৫০ ওয়ানডে। বাংলাদেশ দল হিসেবেই এ সংস্করণে খেলেছে ৭৯ ম্যাচ। কিন্তু তাতে কি আর নারী বিশ্বকাপের ম্যাচে কাল ইংল্যান্ডের কাছে ৪ উইকেটের হারের আক্ষেপ কমে! ইংল্যান্ডের মতো দলকে তো আর প্রতি ম্যাচে এমন চাপে ফেলা যায় না!

মাত্র ১৭৯ রানের লক্ষ্য দেওয়ার পরও বাংলাদেশকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন বোলাররা। ১০৩ রানে ইংলিশদের ৬ উইকেট ফেলে দিয়ে স্বপ্নপূরণের আশাও জাগিয়েছিলেন তাঁরা। কিন্তু ৩ নম্বরে নামা নাইটের ১১১ বলে ৭৯ রানের ইনিংসই শেষ পর্যন্ত বাংলাদেশের সেই স্বপ্ন ভেঙে দেয়।

৩ উইকেট পেয়েছেন ফাহিমা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চতুর্থ দিনের খেলা শুরু

:: সংক্ষিপ্ত স্কোর || চতুর্থ দিন ::
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ (১৪১.১ ওভারে)
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫/১০ (৮৮.৩ ওভারে)
বাংলাদেশ ২য় ইনিংস: ১৭১/১ (৩৯.৫ ওভারে)
লিড: ৩৮২ রান। 

 

আরো পড়ুন:

আল্লাহ ৭০০ উইকেট যদি দেয়, আমি নিতে রাজি আছি: তাইজুল

প্রথমে ভূমিকম্প বুঝতে পারিনি, পরে আতঙ্ক কাজ করেছে: তাইজুল

 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ