সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশ করতে পারে কমিশন
Published: 8th, October 2025 GMT
জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে দুটি বিকল্প সুপারিশ দেওয়ার কথা বিবেচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। একটি হলো জুলাই সনদ নিয়ে ‘সংবিধান আদেশ’ জারি করে তার ভিত্তিতে গণভোট করা। অন্যটি হলো আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়া। এ ক্ষেত্রে নিয়মিত কাজের পাশাপাশি ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করবে আগামী জাতীয় সংসদ। জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই সূত্রমতে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আগামী সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়ার বিষয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে। এ বিষয়ে মতামত দেওয়ার জন্য খসড়াটি বিশেষজ্ঞদের দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত করা হবে। আজ বুধবার সকালে এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আলোচনা হওয়ার কথা রয়েছে।
ঐকমত্য কমিশন মনে করে, সংবিধান–সম্পর্কিত যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে আছে, সেগুলো বাস্তবায়ন হলে সংবিধানের মৌলিক কাঠামোয় বড় পরিবর্তন আসবে। নিয়মিত সংসদ সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ আছে। এভাবে সংবিধান সংশোধন করা হলে পরে এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু যদি আগামী সংসদকে সংবিধান সংস্কারের বিশেষ ক্ষমতা দেওয়া হয়, তাহলে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। সংস্কার টেকসই করতে আগামী সংসদকে বিশেষ ক্ষমতা দেওয়া প্রয়োজন।
আরও পড়ুনগণভোটে ঐকমত্য, তবে সেটা কখন তা নিয়ে বিএনপি–জামায়াতের ভিন্ন মত০৫ অক্টোবর ২০২৫গণভোট হয়ে গেলে সংসদকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া বা অন্য কিছু করার প্রয়োজন হবে না। কারণ, গণভোটের মাধ্যমে জনগণ ম্যান্ডেট দেবে।সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্যঐকমত্য কমিশনের একটি সূত্র প্রথম আলোকে বলেছে, কমিশনের চিন্তা হলো আগামী সংসদকে ‘কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি’র (সংবিধান সংস্কার সভা) ক্ষমতা দেওয়া। আগামী নির্বাচনের আগে বিশেষ আদেশের মাধ্যমে এ ক্ষমতা দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে আগামী সংসদের কাজ হবে দুটি—একটি জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করা, আরেকটি নিয়মিত সংসদের কাজ পরিচালনা করা।
গণভোটের মাধ্যমে জুলাই সনদ গ্রহণ করা হলেও এসব বাস্তবায়নের জন্য আগামী সংসদকে বিশেষ ক্ষমতা দেওয়া প্রয়োজন বলে মনে করেন কেউ কেউ। তবে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, গণভোটে জুলাই সনদ গৃহীত হলে তখন সংসদকে আর বিশেষ ক্ষমতা না দিলেও চলবে।
এর আগে ঐকমত্য কমিশনের আলোচনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলনসহ কয়েকটি দলের পক্ষ থেকে এ ধরনের (সংসদের দ্বৈত ভূমিকা) প্রস্তাব দেওয়া হয়েছিল। এনসিপি বলেছিল গণপরিষদ গঠনের কথা। তবে গণপরিষদ নাম না দিয়ে আগামী সংসদকে সংবিধান সংস্কার সভার ক্ষমতা দেওয়া যেতে পারে বলে মনে করে ঐকমত্য কমিশন।
৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর মধ্যে সংবিধান-সংক্রান্ত কিছু সংস্কার প্রস্তাব নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে, সেখানে বিএনপিসহ কয়েকটি দলের ভিন্নমত আছে। জুলাই সনদের খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি। এ কারণে আটকে আছে জুলাই সনদ। বাস্তবায়ন পদ্ধতি সনদের অংশ হবে না। বাস্তবায়নের উপায় নিয়ে সরকারকে একাধিক বিকল্প সুপারিশ দেবে ঐকমত্য কমিশন।
অবশ্য বাস্তবায়ন প্রশ্নে দলগুলোর মতভিন্নতা আগের চেয়ে কমে এসেছে। গত রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় দলগুলো সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নিতে গণভোট করার বিষয়ে একমত হয়। কিন্তু গণভোট কি জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে হবে নাকি আগে, ভিন্নমত থাকা প্রস্তাবগুলোর বাস্তবায়ন কীভাবে হবে, গণভোটের আগে সংবিধান আদেশ জারি করতে হবে কি না—এসব বিষয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে। আজ বুধবার দুপুরে এ বিষয়ে আবার দলগুলোর সঙ্গে আলোচনা করবে ঐকমত্য কমিশন।
৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর মধ্যে সংবিধান-সংক্রান্ত কিছু সংস্কার প্রস্তাব নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে, সেখানে বিএনপিসহ কয়েকটি দলের ভিন্নমত আছে। জুলাই সনদের খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি। এ কারণে আটকে আছে জুলাই সনদ।বিএনপি, জামায়াতের ভিন্ন অবস্থানসংসদ নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট করার বিকল্প নেই বলে মনে করে বিএনপি। আর গণভোট হলে পরবর্তীতে সংসদকে সংবিধান সংস্কারের জন্য বিশেষ ক্ষমতা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলেও মনে করে দলটি। জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট করার পক্ষে বিএনপি। রোববারের আলোচনায় প্রায় সব দলই একই মত দিয়েছিল। জুলাই সনদের বাস্তবায়ন চান কি না, এই প্রশ্নে গণভোট হবে।
আগামী সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার বিষয়ে কমিশনের চিন্তার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কমিশন এরকম চিন্তা করতে পারে। কিন্তু গণভোট হয়ে গেলে সংসদকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া বা অন্য কিছু করার প্রয়োজন হবে না। কারণ, গণভোটের মাধ্যমে জনগণ ম্যান্ডেট দেবে। সংসদ সেটা বাস্তবায়নে বাধ্য থাকবে। তিনি মনে করেন, এখানে জটিলতা তৈরি করা ঠিক হবে না।
অন্যদিকে জামায়াতে ইসলামী মনে করে, জাতীয় নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট করা হলে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে। তারা জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায়। আগামী সংসদকে সংবিধান সংস্কার সভা হিসেবে ক্ষমতা দেওয়ার বিষয়টি সমর্থন করে জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গতকাল প্রথম আলোকে বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে একাধিক ব্যালট নিয়ে ভোটাররা ঝামেলায় পড়বেন। ভোট গ্রহণে সময় বেশি লাগবে, ভোট পড়ার হার কমে যেতে পারে। এ ছাড়া অতীতে দেখা গেছে, জাতীয় নির্বাচনে পরিবেশ শতভাগ সুষ্ঠু থাকে না। হাঙ্গামার মধ্যে জুলাই সনদ নেওয়া হলে নানা ধরনের ঝামেলা তৈরি হবে। তাঁরা মনে করেন, নভেম্বরেই গণভোট করা সম্ভব।
আগামী সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার বিষয়ে হামিদুর রহমান বলেন, ‘আগামী সংসদের প্রথম অধিবেশন বসবে ‘সংবিধান সভা’ হিসেবে। দ্বিতীয় অধিবেশন থেকে নিয়মিত সংসদ কাজ করবে। তার আগে উচ্চকক্ষ গঠন করা হবে। এটা আমাদেরই প্রস্তাব।’
জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় নিয়ে আজ দুপুর ১২টার দিকে বিশেষজ্ঞদের সঙ্গে আবার বৈঠক করবে ঐকমত্য কমিশন। এরপর বেলা দুইটায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন। আজও মূলত কমিশন দলগুলোর মতামত শুনবে। প্রয়োজন হলে কমিশন যে দুটি বিকল্পের কথা বিবেচনা করছে, সে দুটি প্রস্তাব আলোচনায় উপস্থাপন করা হবে।গণভোটের আগে লাগবে আদেশজাতীয় ঐকমত্য কমিশন সূত্র জানায়, গতকাল দুপুরে বিশেষজ্ঞদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে গণভোট নিয়ে আলোচনা হয়েছে। তবে এ আলোচনা শেষ হয়নি। আজ দলগুলোর সঙ্গে আলোচনার আগে আবার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে কমিশন। গতকালের আলোচনায় বিশেষজ্ঞরা মত দিয়েছেন, গণভোট করতে হলে তার আগে জুলাই সনদ নিয়ে রাষ্ট্রপতির একটি আদেশ জারি করতে হবে। নাহলে প্রশ্ন উঠবে কিসের ভিত্তিতে গণভোট হবে। বিদ্যমান সংবিধানে গণভোটের বিধান নেই। তাই আগে সংবিধান আদেশ বা যে নামেই হোক একটি আদেশ জারি করতে হবে। সে আদেশে কী কী থাকবে, তা এখনো ঠিক হয়নি। এ নিয়ে আজ আবার বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আলোচনা হবে।
গণভোটে কী কী প্রশ্ন থাকবে, কয়টি প্রশ্ন থাকবে, সেটি নিয়েও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সূত্র জানায়, এ বিষয়ে কয়েকটি মত আছে। জুলাই সনদের সব কটি প্রস্তাব (ভিন্নমতসহ) বাস্তবায়ন করা হবে কি না, এই প্রশ্ন রাখা যেতে পারে। আরেকটি মত হলো যেগুলোতে সব দল একমত, সেগুলো নিয়ে একটি প্যাকেজ আর যেগুলোতে ভিন্নমত আছে, সেগুলো নিয়ে আরেকটি প্যাকেজ করা যেতে পারে। এ ছাড়া বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব যেমন সংসদের উচ্চকক্ষের নির্বাচন, নারী আসনে নির্বাচন প্রশ্নে আলাদা প্যাকেজ করা যেতে পারে। এসব নিয়ে আজ আবার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হবে।
আগামী সংসদের প্রথম অধিবেশন বসবে ‘সংবিধান সভা’ হিসেবে। দ্বিতীয় অধিবেশন থেকে নিয়মিত সংসদ কাজ করবে। তার আগে উচ্চকক্ষ গঠন করা হবে। এটা আমাদেরই প্রস্তাব।হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামীগণভোটের আগে কেন সংবিধান আদেশ বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রয়োজন হবে, তার ব্যাখ্যায় ঐকমত্য কমিশনের একজন সদস্য প্রথম আলোকে বলেন, এখন সংবিধানে গণভোটের বিধান নেই। সংবিধানের ১৪২ অনুচ্ছেদে আগে গণভোটের বিধান ছিল। সেটি আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা হয়। সম্প্রতি তা পুনর্বহাল করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। কিন্তু এটি এখন সংবিধানের অংশ কি না, সেটা নিয়ে বিতর্ক আছে। তা ছাড়া ১৪২ অনুচ্ছেদে সংবিধানের সুনির্দিষ্ট কিছু অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে গণভোটের কথা আছে। এখন গণভোটের জন্য ১৯৯১ সালের যে আইন আছে, তা দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
গত রোববার জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, জাতীয় নির্বাচন–সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে নির্বাচন কমিশনকে গণভোট আয়োজনের ক্ষমতা দেওয়া যায়। সংবিধান আদেশের কোনো প্রয়োজন নেই। এ ধরনের আদেশ জারি করার এখতিয়ারও সরকারের নেই।
এ প্রসঙ্গে ঐকমত্য কমিশনের ওই সদস্য বলেন, শুধু আরপিও সংশোধন করে গণভোট আয়োজন করা যাবে না। ইতিমধ্যে ইসি সচিবালয় আইন সংশোধন করে সেখানে তাদের কাজের মধ্যে গণভোট আয়োজন অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু সরকার কোন ক্ষমতাবলে গণভোট দেবেন? আগে সরকারকে আইনানুগভাবে এই ক্ষমতা অর্জন করতে হবে। তাই গণভোট দিতে হলে আগে একটি আদেশ লাগবে।
আজই আলোচনা শেষ করা যাবে বলে কমিশন আশা করেছিল। তবে এখন তারা মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের পর আবার বসতে হতে পারে। সেদিন বাস্তবায়নের উপায় নিয়ে কমিশনের চূড়ান্ত সুপারিশ দলগুলোর সামনে উপস্থাপন করা হতে পারে।আজ আবার আলোচনাজুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় নিয়ে আজ দুপুর ১২টার দিকে বিশেষজ্ঞদের সঙ্গে আবার বৈঠক করবে ঐকমত্য কমিশন। এরপর বেলা দুইটায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন। আজও মূলত কমিশন দলগুলোর মতামত শুনবে। প্রয়োজন হলে কমিশন যে দুটি বিকল্পের কথা বিবেচনা করছে, সে দুটি প্রস্তাব আলোচনায় উপস্থাপন করা হবে।
আজই আলোচনা শেষ করা যাবে বলে কমিশন আশা করেছিল। তবে এখন তারা মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের পর আবার বসতে হতে পারে। সেদিন বাস্তবায়নের উপায় নিয়ে কমিশনের চূড়ান্ত সুপারিশ দলগুলোর সামনে উপস্থাপন করা হতে পারে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথম আলোকে বলেন, গণভোটের বিষয়ে ঐকমত্য হওয়ায় বিশেষজ্ঞরা সেটি গুরুত্ব দিচ্ছেন। সে ক্ষেত্রে গণভোটে যাওয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে একটা আদেশের মাধ্যমে যেতে হবে। সনদ বাস্তবায়নের বিকল্প প্রস্তাব নিয়েও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হবে।
আলী রীয়াজ বলেন, গণভোটের বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে। তাঁরা আজকের আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করবেন অন্য বিষয়গুলোয় দলগুলো কতটা কাছাকাছি এসেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স স ক র প রস ত ব ন য় জ ল ই জ ত য় সনদ জ ল ই সনদ র ব শ ষ ক ষমত প রথম আল ক গণভ ট র ব র ক ষমত ভ ন নমত গণভ ট ক ক জ কর ব কল প র জন য ব এনপ গতক ল স সদক ধরন র সদস য ইসল ম সরক র
এছাড়াও পড়ুন:
তত্ত্বাবধায়ক সরকার গঠন কীভাবে হবে, সরকারকে স্পষ্ট করতে হবে
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে ‘যুগান্তকারী’ অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটি বলছে, এই রায়ের পর এই প্রশ্ন সামনে এসেছে যে তত্ত্বাবধায়ক সরকার কি ত্রয়োদশ সংশোধনীর মতো করে হবে, নাকি জুলাই সনদে যেভাবে বলা হয়েছে, সেভাবে গঠিত হবে। এই অস্পষ্টতা সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হচ্ছে না। এ ক্ষেত্রে জুলাই সনদের ব্যত্যয় করার সুযোগ নেই।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়ের প্রতিক্রিয়ায় দলের পক্ষ থেকে এসব কথা বলেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান তিনি।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের একতরফা নির্বাচন করেছিল হাসিনা সরকার। এর মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের দ্বার উন্মুক্ত হয়েছিল।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় যুগান্তকারী উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘এর মধ্য দিয়ে হাসিনা সরকারের আমলে দেওয়া কলঙ্কজনক রায় থেকে দেশের বিচার বিভাগ ও জাতি মুক্তি লাভ করেছে।’ তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনে আমরা ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল একমত হয়েছিলাম, দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা হবে। জুলাই সনদে এ ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু জুলাই সনদের আদেশে অস্পষ্টতা রয়ে গেছে।’
তত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ সংশোধনীর মতো করে হবে, নাকি জুলাই সনদে যেভাবে বলা হয়েছে, সেভাবে গঠিত হবে—তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়ের পর এই প্রশ্ন সামনে এসেছে বলে উল্লেখ করেন আখতার হোসেন। তিনি বলেন, ‘এই অস্পষ্টতা সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হচ্ছে না। অ্যাটর্নি জেনারেল বলেছেন, জুলাই সনদে যেভাবে বলা হয়েছে, সেভাবে হবে। কিন্তু বিভিন্ন দল, বিশেষ করে বিএনপি ত্রয়োদশ সংশোধনীতেই ফিরে যাওয়ার কথা বলছে। কিন্তু সেখানে যেভাবে এটা আছে, সেটা দেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট তৈরি করেছে, এক–এগারোর মতো পরিস্থিতি তৈরি করেছে। সেই জায়গায় শুধু বিচার বিভাগের ওপর নির্ভরশীল না হয়ে জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা হয়েছে, সেভাবে গঠন করাই দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সবচেয়ে উপযোগী পদ্ধতি। এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই।’
সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।