প্রতিষ্ঠার ১৭ বছর পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর।

মঙ্গলবার (৭ অক্টোবর) সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

আরো পড়ুন:

‎বেরোবির সঙ্গে আলফা টেক ও প্রিমিয়াম ফ্রুটস এর সমঝোতা

প্রথমবারের মতো সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে বেরোবি

পররাষ্ট্র উপদেষ্টা মো.

তৌহিদ হোসেনকে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে রাখাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শেষ হওয়া শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষোভে প্রকাশ করেছেন। 

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সমাবর্তনের মতো একটি ঐতিহাসিক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাজ কি? তারা চায় এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা বা অন্তত শিক্ষা উপদেষ্টাকে সভাপতি হিসেবে। অথচ পররাষ্ট্র উপদেষ্টাকে সভাপতি ঘোষণা করা হয়েছে। যা আমাদের জন্য হতাশার। তারা জীবনের প্রথম সমাবর্তন বয়কটের ডাক দিতে পারেন বলেও জানা গেছে।

এছাড়া, সমাবর্তনের রেজিস্ট্রেশনের সম্ভাব্য ফ্রি নিয়েও বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী শিপন তালুকদার বলেন, “১৭ বছরের অপেক্ষার পর প্রথম সমাবর্তন হতে যাচ্ছে। আমরা চেয়েছিলাম রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, এমন একজনকে প্রধান অতিথি করা হয়েছে যিনি বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী আলিমুজ্জামান আলিফ বলেন, “এটা আমাদের প্রতি অবমূল্যায়ন। প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বাড়াত। কিন্তু এখন বিষয়টি অনেকটাই আনুষ্ঠানিকতা মাত্র মনে হচ্ছে।”

সমাবর্তন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম বলেন, “আমরা প্রথমে প্রধান উপদেষ্টাকে সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে চেয়েছিলাম। প্রধান উপদেষ্টা একবার এই বিশ্ববিদ্যালয় এসেছে তার জন্য তিনি আসবেন না। পরে রাষ্ট্রপতি আইন উপদেষ্টাকে মনোনীত করেন। আইন উপদেষ্টাও এ বিশ্ববিদ্যালয় একবার এসেছেন বলে তিনিও আর আসতে চান না।”

তিনি বলেন, “পরে রাষ্ট্রপতির অধ্যাদেশ চেঞ্জ করে নতুন করে পররাষ্ট্র উপদেষ্টাকে ঠিক করা হয়েছে। এর জন্যই আমাদের এই সমাবর্তন নভেম্বর থেকে ডিসেম্বরে পরিবর্তন করতে হয়েছে। যদি আবার চেঞ্জ করতে হয় তাহলে সমাবর্তন কবে হবে তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।”

বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে ১২তম ব্যাচের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে প্রথম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। ১২তম ব্যাচের যেসব শিক্ষার্থীরা অনার্স অথবা অনার্স-মাস্টার্স উভয়ই সম্পন্ন হয়েছে, তারা রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন।

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট র উপদ ষ ট র ষ ট রপত উপদ ষ ট ক অন ষ ঠ ন আম দ র

এছাড়াও পড়ুন:

‘ফিরে চল মাটির টানে’ স্লোগানে প্রথমবার ব্রজমোহন কলেজে নবান্ন উৎসব অনুষ্ঠিত

বরিশালে সরকারি ব্রজমোহন কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব-১৪৩২। আজ বুধবার দিনভর এই উৎসবের আয়োজন করে কলেজের সাংস্কৃতিক ইউনিয়ন। এবারের এই উৎসবের মূল স্লোগান ‘ফিরে চল মাটির টানে’। বাংলা কৃষিভিত্তিক সমাজ, লোকজ জীবন ও গ্রামীণ সংস্কৃতিকে কেন্দ্র করে দিনব্যাপী এই বর্ণিল আয়োজন সাজানো হয়।

কলেজের কবি জীবনানন্দ মঞ্চে (মুক্তমঞ্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে নবান্ন উদ্‌যাপনের নানা পর্ব। এর মধ্যে ছিল শোভাযাত্রা, লোকগীতি ও ঐতিহ্যবাহী আচার, লোকজ খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সকালে সাড়ে ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উৎসব। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাবের আহমেদ। এ সময় বক্তব্যে তিনি বলেন, ‘লোকসংস্কৃতি নানা চাপের মুখে টিকে আছে, এই চাপ ও ভয়ের পরিবেশ আমাদের সংস্কৃতির জন্য একটি বড় হুমকি। শিক্ষার্থীদের শিকড়ের দিকে ফিরে তাকানোর এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়, প্রশংসনীয়।’

নবান্ন উৎসবে এসে ছবি তুলে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা

সম্পর্কিত নিবন্ধ

  • পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন, কোন দেশে কত
  • কাতারে ছোটদের বিশ্বকাপ জিতল পর্তুগাল, রোনালদোর অভিনন্দন
  • প্রথমবারের মতো ডার্ক ম্যাটার শনাক্তের দাবি করেছেন জাপানের বিজ্ঞানীরা
  • ‘প্রথমবার চুম্বনের দৃশ্য, স্বভাবতই নার্ভাস ছিলাম’
  • পারমাণবিক জ্বালানি লোডিংয়ের দ্বারপ্রান্তে রূপপুর বিদ্যুৎকেন্দ্র
  • ‘ফিরে চল মাটির টানে’ স্লোগানে প্রথমবার ব্রজমোহন কলেজে নবান্ন উৎসব অনুষ্ঠিত