‘কান্তারা’ ঝড় অবশ্যম্ভাবী ছিল। কিন্তু এই ঝড়ের দাপট যে এত প্রবল হবে, তা হয়তো অনেকেই আগাম বুঝতে পারেননি। ঋষভ শেঠির ‘কান্তারা: আ লেজেন্ড-চ্যাপ্টার ১’ ছাড়া এখন প্রেক্ষাগৃহে চলছে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ওজি’ এবং ‘জলি এলএলবি ৩’। এখন দেখা যাক ‘কান্তারা’ ঝড়ের মধ্যে বাকি ছবিগুলোর হাল কেমন। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, ঋষভের এই ছবি মুক্তির মাত্র ছয় দিনের মাথায় ৩০০ কোটি রুপি ক্লাবের কাছাকাছি পৌঁছে গেছে।

দুরন্ত গতি
২০২২ সালে মুক্তি পাওয়া অত্যন্ত সফল ছবি ‘কান্তরা’র প্রিকুয়েল হলো ‘কান্তারা: চ্যাপ্টার ১’। ‘কান্তারা’-র মতো এই প্রিকুয়েল ছবির লেখক, পরিচালক এবং মূল অভিনেতা হলেন ঋষভ শেঠি। ছবিটির অন্যান্য মূল চরিত্রে আছেন জয়রাম, রুক্মিণী বসন্ত এবং গুলশান দেভাইয়া। ২ অক্টোবর দশেরার ছুটিতে মুক্তি পেয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’। মুক্তির প্রথম দিনেই ঋষভের ছবিটি বক্স অফিস আয় থেকে বুঝিয়ে দিয়েছিল আগামী দিনে অনেক হিসাব–নিকাশ উল্টে দিতে পারে এই ছবি। মুক্তির ছয় দিনের দিন ‘কান্তরা’র প্রিকুয়েল ছবির আয় ৩৩ কোটি ৫ লাখ রুপি। আর ৬ দিনে এই ছবির মোট আয় বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকা।

হুলস্থুল ফেলে দিয়েছে কান্তারা চ্যাপ্টার ১.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জন্মদিনেই চার বছরের মেয়ে আফসিকে দাফন করলেন বাবা

ছবি: মামুনুর রশীদের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ