Prothomalo:
2025-10-09@11:36:37 GMT

নিজেকে জানা-বোঝা কেন জরুরি

Published: 9th, October 2025 GMT

যেসব বিষয় ভাবতে হবে

নিজেকে বোঝা মানে শুধু অনুভব করা নয়, বরং নিজের চিন্তা, আবেগ, পছন্দ, সীমাবদ্ধতা ও প্রতিক্রিয়া—সবকিছু সচেতনভাবে দেখা ও গ্রহণ করা। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা নিজেকে বোঝার জন্য সাহায্য করে—

কোনো অর্জনে কী ধরনের অনুভব করি ও কেন?

নিজের জীবনের বিশেষ মুহূর্ত বা অর্জন চিন্তা করা, যা আত্মবিশ্বাস ও পরিচয় গঠনে বড় ভূমিকা রাখে।

কোন পরিস্থিতিতে বেশি ভয় বা উদ্বেগ অনুভব করি?

ভয় বা উদ্বেগের সঠিক কারণ ও পরিস্থিতি চিহ্নিত করতে পারলে আমরা আমাদের আবেগকে বুঝতে পারি এবং তার সঙ্গে যুক্ত মানসিক চাপ বা অনিশ্চয়তাকে নিয়ন্ত্রণে আনা সহজ হয়।

রাগ বা বিরক্তির সময় আমার আচরণ কেমন হয়?

অতিরিক্ত রাগ বা হতাশা পরিস্থিতি জটিল করে তুলতে পারে। রাগ বা বিরক্তি প্রকাশের ধরন বুঝতে পারলে নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি পায়। এটি শুধু মানসিক স্বস্তি দেয় না, বরং পারস্পরিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুনদীর্ঘদিন সুস্থ শরীর পেতে চাইলে হার্ভার্ডের গবেষণা অনুযায়ী এই ৫ অভ্যাস চর্চা করুন০৮ অক্টোবর ২০২৫

সিদ্ধান্ত গ্রহণের সময়ে আমার চিন্তার প্রক্রিয়া কী?

নিজের সিদ্ধান্ত নেওয়ার ধরন ও বিচারবুদ্ধি বিশ্লেষণ করলে বোঝা যায় কতটা যুক্তি, তথ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছি। এই আত্মবিশ্লেষণ ভবিষ্যতে আরও পরিপক্ব, বিচক্ষণ ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়ক, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের দরজা খুলে দেয়।

জীবনের প্রধান মূল্যবোধগুলো কী কী?

মূল্যবোধ হলো আমাদের বিশ্বাস, নীতি ও আদর্শের সমষ্টি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনের পথনির্দেশ করে। এটি আমাদের মানসিক দৃঢ়তা ও নৈতিক ভিত্তি হিসেবে কাজ করে, যা দীর্ঘ মেয়াদে সফলতা ও শান্তির পথে সহায়ক।

আমার সময় ও শক্তি সবচেয়ে বেশি কোথায় বিনিয়োগ করি এবং কেন?

এটা বুঝতে পারলে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ ও অর্থবহ কাজে মনোনিবেশ করা যায়, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আরও সুশৃঙ্খল ও ফলপ্রসূ করে তোলে।

আরও পড়ুনএই ১০ লক্ষণেই বুঝবেন, আপনি পেয়েছেন এক অসাধারণ স্বামী২ ঘণ্টা আগে

আমি কোন ধরনের সম্পর্ক থেকে সুখ ও নিরাপত্তা অনুভব করি?

নিজের জন্য কোন সম্পর্কগুলো ইতিবাচক ও মানসিকভাবে নিরাপদ, তা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ।

ব্যক্তিগত ও পেশাগত জীবনে কোন জায়গায় উন্নতি করতে চাই?

উন্নতির সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করা আত্মোন্নয়নের প্রথম ধাপ। ব্যক্তিগত জীবনে এটি হতে পারে আত্মনিয়ন্ত্রণ, যোগাযোগদক্ষতা বা মানসিক স্বাস্থ্য উন্নয়ন। আর পেশাগত জীবনে হতে পারে নেতৃত্বগুণ, সময় ব্যবস্থাপনা, প্রযুক্তিগত দক্ষতা বা সমস্যা সমাধানের সক্ষমতা।

ফারহানা হক, সিনিয়র ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট অ্যান্ড ইনচার্জ, মেন্টাল হেলথ ডে-সেন্টার, সিআরপি, মিরপুর

আরও পড়ুনশাহরুখ খান নিজেকে ফিট রাখতে এই চার খাবার খান, জেনে নিন গুণাগুণ৬ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ত গত জ বন র

এছাড়াও পড়ুন:

প্রিমিয়ার ব্যাংকের নতুন ওয়েবসাইট উদ্বোধন

গ্রাহকদের জন্য উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিতে এবং পরিবর্তনশীল ডিজিটাল যুগের চাহিদা মেটাতে প্রিমিয়ার ব্যাংক তাদের নতুনভাবে সাজানো ওয়েবসাইট উদ্বোধন করেছে। রাজধানীর বনানীতে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়ার ব্যাংক এ তথ্য জানিয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন; স্বতন্ত্র পরিচালক শেখ মোর্শেদ জাহান, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম নুরুল আলম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ আবুল হাশেম ও এস এম ওয়ালি উল মোরশেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত ইউজার এক্সপেরিয়েন্স বা ব্যবহারবান্ধব এবং অধিকতর কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। ডাইনামিক, সুরক্ষিত ও তথ্যবহুল নতুন ওয়েবসাইটটি ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকের বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে একটি ইনফরমেশন হাব হিসেবে কাজ করবে। ওয়েবসাইটটি ব্যাংকের সব ডিজিটাল ও নিত্যনতুন পরিষেবায় সমৃদ্ধ থাকবে।

ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, ‘এই ওয়েবসাইট আমাদের উদ্ভাবন ও গ্রাহকসেবার উৎকর্ষ নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন। আমরা আমাদের গ্রাহকদের আরও কার্যকর, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নত নিরাপত্তা ও গ্রাহকবান্ধব ডিজাইনের সমন্বয়ে প্রিমিয়ার ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং এখন আগের চেয়ে অনেক সহজ ও নিরাপদ।’

সম্পর্কিত নিবন্ধ