নিজে গোল না করে দল জিতলেই খুশি হতেন শমিত সোম
Published: 10th, October 2025 GMT
প্রথম সবকিছুর মূল্য একটু আলাদা। বাংলাদেশের জার্সিতে কাল শমিত সোম পেয়েছেন প্রথম গোলের দেখা। যে গোলে ম্যাচে ৩-৩ সমতা আনে বাংলাদেশ। তবে এই বিশেষ গোলের পর তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ খুব একটা পাননি শমিত।
এক মিনিট পরই হংকং আরেকটি গোল করে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নিয়েছে! নিজের প্রথম গোলের ম্যাচে তাই বাংলাদেশকে ৪-৩ গোলে হারতে দেখেছেন শমিত।গোল পেয়েও ম্যাচ হারায় ম্যাচশেষে নিজের আক্ষেপের কথা বলেছেন এই মিডফিল্ডার।
কাল শমিত গোল করেন ম্যাচের ৯৮তম মিনিটে। ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্ত তখন। মোরছালিনের কর্নার হংকংয়ের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে বল ভেসে যায় দূরের পোস্টে, সেখান থেকেই হেডে লক্ষ্যভেদ করেন শমিত।
ম্যাচ তখন ৩-৩ সমতায়, সমতার উল্লাসে মেতে ওঠে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। তবে সমতা আনতে না আনতে আবারও গোল খেয়ে বসে বাংলাদেশ। তাতেই লেখা হয়ে যায় ম্যাচের ভাগ্য।
বাংলাদেশের জার্সিতে কাল শমিত সোম পেয়েছেন প্রথম গোলের দেখা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের ঘোষণা ইসরায়েলের
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। সেনারা এখন চুক্তিতে সম্মত মোতায়েনের লাইনে ফিরে গেছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর থেকে সেনারা ‘নতুন মোতায়েনের লাইন বরাবর নিজেদের অবস্থান নিতে শুরু করেছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, “দক্ষিণ কমান্ডের আইডিএফ সেনাদের এলাকায় মোতায়েন করা হয়েছে এবং যেকোনো তাৎক্ষণিক হুমকি অপসারণ অব্যাহত রাখবে।”
বর্তমানে গাজা উপত্যকার ৫৩ শথাংশ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে আইডিএফ। এই অঞ্চলগুলোর বেশিরভাগই নগর অঞ্চলের বাইরে পড়ে।
গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে মিশরের শার্ম আল শেখে ইসরায়েল ও হামাসের মধ্যে তিন দিনের পরোক্ষ আলোচনা হয়। এরপর বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির বিষয়ে সমঝোতা হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি এবং ২৮ জনের মৃতদেহ ফেরত দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। শুক্রবার ইসরায়েলি মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তি অনুমোদন করেছে। এরপর থেকেই গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে ইসরায়েল।
ঢাকা/শাহেদ