ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) আরো পরিচ্ছন্ন ও সবুজ করে গড়ে তুলতে ‘স্পেশাল ক্লিনিং ক্যাম্প ২০২৫’ কর্মসূচি পরিচালিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত করে।

আরো পড়ুন:

আবরারের রক্ত বৃথা যায়নি, জাতিকে জাগিয়ে তুলেছে

শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক: ডাকসু

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের প্রায় ১৩ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী একযোগে অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা, ফুটপাত ও ক্যাম্পাসের জমে থাকা ময়লা পরিষ্কার, আইলেন্ড রং এবং মশার ওষুধ প্রয়োগ করা হয়। এছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “আজ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানকে সফলভাবে বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৮টি ইউনিট, বিভিন্ন ফ্যাকাল্টি ও প্রাঙ্গণ পরিষ্কারের জন্য একাধিক দল ভাগ করে কাজ করেছে।”

তিনি বলেন, “এই ক্লিনিং ক্যাম্পেইন তখনই সার্থক হবে, যখন আমরা শুধু অন্যের দ্বারা পরিষ্কার করার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেরা যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকব। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস গড়তে চাই এবং এটি সারা বাংলাদেশে একটি চমৎকার বার্তা পৌঁছে দেবে।”

ডাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড.

নিয়াজ আহমদ খান বলেন, “আজকের পরিচ্ছন্নতা অভিযান বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে জনগণ ও শিক্ষার্থীদের স্বার্থে একসঙ্গে কাজ করার এক অনন্য উদাহরণ। এটিকে বলবো ওয়ান স্মল স্টেপ ইন দা রাইট ডাইরেকশন। এই উদ্যোগ আজ থেকে শুরু হয়েছে, আমাদের আরো বহুপথ অতিক্রম করতে হবে। পরিবেশ সংরক্ষণ আমাদের অস্তিত্বের স্বার্থেই প্রয়োজন।”

এ অভিযানে কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়ার পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডাকসু প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসস স ব শ বব দ য

এছাড়াও পড়ুন:

বাটা সু’র নতুন এমডি ফারিয়া ইয়াসমিন

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে ডেসকো

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ফারিয়া ইয়াসমিনকে নিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। আগামী ২০ নভেম্বর থেকে নতুন এমডির নিয়োগ কার্যকর হবে।

প্রসঙ্গত, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার। সর্বশেষ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯.৫৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১.০৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৯.৩৮ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ