ফতুল্লায় আবির ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরতলীর শিবু মার্কেট কুতুবাইল এলাকায় এই অগ্নিকাণ্ডে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পোশাক রপ্তানির মেশিনে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে ভেতরে জমে থাকা কাপড়ের ধুলোতে আগুনের সূত্রপাত ঘটে। এতে কারখানার কিছু কাপড়ে আগুন লাগে এবং ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়।

তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে কোনো শ্রমিক বা মানুষ হতাহত হয়নি। আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

না’গঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জমকালো আয়োজনের মধ্যদিয়ে নারায়ণগঞ্জে পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তর সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্র্রন্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী।

দিবসটি উপলক্ষে কেক কাটা ও বিশেষ প্রার্থণা ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর শাখা। মঙ্গলবার রাতে নগরীর ১নং রেলগেট এলাকায় শীতলা ও তারা মন্দিরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্র্রন্ট মহানগর শাখার আহ্বায়ক নয়ন সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠুর সঞ্চালনায় এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শারদাঞ্জলী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল ও বিশেষ অতিথি হিসেবে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় রায় উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রঞ্জিত দে, কোষাধ্যক্ষ মানিক দাস, সদস্য স্মৃতি পাল, দিলীপ দাস, পুশান্ত বর্মন, মিলন দাস, নারায়ণগঞ্জ জেলার জগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগর জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক জনি ভৌমিক, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব খোকন সাহা, জেলা হিন্দু মহাজোটের সহ সভাপতি ধীরেন দাস, জতিন্দ্র সাহা, প্রশান্তি অনাথালয় ও বৃদ্ধা আশ্রমের উদ্যোক্তা বাবু সত্যজিৎ পাল সাধু, বিজয় সাহা, হৃদয় বনিক, জয় সাহা, সেড়া দাস ও পুরোহিত সহ আরও অনেকে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সাবেক মেয়র আইভীর ৫ মামলার গ্রেপ্তার শুনানি পেছালো 
  • কোথাও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ খুঁজে পাই নাই : টিপু 
  • কোথাও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ খুঁজে পাই নাই : টিুপু 
  • কোথাও ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামী লীগ খুঁজে পাই নাই : টিুপু 
  • নারায়ণগঞ্জে বেসরকারি হাসপাতাল মালিকদের নিয়ে মতবিনিময় সভা 
  • নাশকতার চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১২ জন গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • না’গঞ্জে বিভিন্ন হাসপাতালে সপ্তাহে একদিন ‘ক্লিনিং ডে’ পালন করা হবে
  • না’গঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত