নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পরিবহনের সময় যৌথবাহিনী ও মৎস্য বিভাগের অভিযানে ৪০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) উপজেলার কোদালপুর ইউনিয়নের মাউছাখালী এলাকায় মেঘনার শাখা নদীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষের নেতৃত্বে অভিযান চালানো হয়।
আরো পড়ুন:
কুড়িগ্রামে সীমান্তে ৬৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
পাথরঘাটায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ
মা ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে দেশের নদী-সমুদ্রে ৪ অক্টোবর থেকে মাছ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এ সময় ইলিশ মাছ পরিবহন, কেনাবেচাও বন্ধ থাকবে।
গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, কিছু অসাধু জেলে ইলিশ পরিবহন করছে— এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়। জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, ‘‘জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত তিনটি ট্রলার মৎস্য বিভাগের হেফাজতে রাখা হয়েছে।’’
ঢাকা/আকাশ/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জব দ উপজ ল মৎস য
এছাড়াও পড়ুন:
রিয়াল নিচ্ছে না, ব্রাজিল ডাকছে না, কী হয়েছে বিস্ময় বালক এনদ্রিকের
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে রিয়াল মাদ্রিদ লা লিগায় পরের ম্যাচটা খেলবে ১৯ অক্টোবর, হেতাফের বিপক্ষে। ওই ম্যাচেও যদি দলে সুযোগ না পান এনদ্রিকে, তাহলে তাঁর বেকারত্বের সময়কাল বেড়ে দাঁড়াবে ১৫৪ দিনে। মানে প্রায় পাঁচ মাস!
১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সর্বশেষ খেলেছিলেন এই বছর ১৮ মে, সেভিয়ার বিপক্ষে, আগের মৌসুমের শেষ দিকের এক ম্যাচে। তারপর অনেক কিছু বদলে গেছে—রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো, এনদ্রিক পেয়েছেন ক্লাবের ৯ নম্বর জার্সি, তারপর দুবার চোটে পড়েছেন, আবার গ্রীষ্মের দলবদলে তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জনও ছড়িয়েছে, কিন্তু তিনি কোথাও যাননি।
ওদিকে এ নিয়ে টানা তৃতীয় আন্তর্জাতিক বিরতি যাচ্ছে, যেখানে এনদ্রিক ব্রাজিল দলে নেই। মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচেই সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন এই ফরোয়ার্ড। সেই হারের পরই বরখাস্ত হন কোচ দরিভাল জুনিয়র, তাঁর জায়গায় বসানো হয় কার্লো আনচেলত্তিকে। কিন্তু এনদ্রিকের আর ব্রাজিলের হয়ে খেলা হয়নি।
ব্রাজিলের অনুশীলনে এনদ্রিক