নিউমার্কেট সিটি কমপ্লেক্সে চুরি: ১ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
Published: 13th, October 2025 GMT
রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলিম হাওলাদার (৩৬)। তাঁর তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া টাকার মধ্যে ১ লাখ ৪০ হাজার উদ্ধার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ অক্টোবর রাতে নিউমার্কেট সিটি কমপ্লেক্সের (বিশ্বাস বিল্ডার্স) চতুর্থ ও নিচতলায় চুরি হয়। অজ্ঞাতনামা চোর প্রায় ২১ লাখ টাকা চুরি করে। এ ঘটনায় মো.
ডিএমপি সূত্র জানায়, মামলা তদন্তে নিউমার্কেট থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। তারা প্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করে। গত শুক্রবার ভোররাতে বরগুনার বামনা থেকে আলিমকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারে সহায়তা করে বামনা থানা-পুলিশ।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিমকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন তিনি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হেফাজতের বিক্ষোভ
মহান আল্লাহ, পবিত্র কোরআন ও ইসলাম নিয়ে কটূক্তি করায় বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের পল্টন জোন এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেন, আবুল সরকার যে ধৃষ্টতা দেখিয়েছে, তা কোনো মুসলমান কখনো মেনে নিতে পারে না। এটি শুধু ধর্ম অবমাননা নয়; বরং মুসলমানদের ইমানের ওপর প্রকাশ্য আঘাত। হেফাজতে ইসলাম আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।
সমাবেশে অন্য বক্তারা বলেন, যারা আবুল সরকারকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কিংবা তৌহিদি জনতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছে, তাদেরকেও মনে রাখতে হবে, এই দেশের ইমানদার জনতা চুপচাপ বসে থাকবে না। যদি অবিলম্বে মামলা প্রত্যাহার ও আবুল সরকারের বিচার না হয়, তাহলে তৌহিদি জনতা রাজপথে নামবে। প্রয়োজনে দেশ অচল করে দেওয়া হবে।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, ধর্মদ্রোহীদের রক্ষা করা মানেই ইসলামবিদ্বেষীদের মদদ দেওয়া। মুসলমানেরা তা কখনো মেনে নেবে না। এই জাতি উপযুক্ত জবাব দিতে জানে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।